Thursday, July 31, 2025
বাড়িখবররাজ্যমন্ত্রী বিকাশ দেববর্মার পৌরহিত্যে জনজাতি কল্যাণ দপ্তরের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত :

মন্ত্রী বিকাশ দেববর্মার পৌরহিত্যে জনজাতি কল্যাণ দপ্তরের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত :

২০২৫-২৬ অর্থ বর্ষের বাজেট বরাদ্দের কাজ দ্রুত সম্পন্ন করে জনজাতি অংশের মানুষের নিকট উন্নয়নয়নের সুবিধা পৌছে দিতে হবে।বুধবার জনজাতি কল্যাণ দপ্তরের পর্যালোচনা বৈঠকে আধিকারিকদের এই নির্দেশ দেন মন্ত্রী বিকাশ দেববর্মা ।

বুধবার জনজাতি কল্যাণ দপ্তরের কনফারেন্স হলে দপ্তরের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়।এই বৈঠকে পৌরহিত্য করেন দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা।উপস্হিত ছিলেন দপ্তরের সচিব, অধিকর্তা, বিভিন্ন জেলা ও মহকুমা স্তরের আধিকারিকরা ।এই পর্যালোচনা বৈঠক প্রসঙ্গে মন্ত্রী বিকাশ দেববর্মা জানান, ২০২৫-২৬ অর্থবছরের বাজেট বরাদ্দ হয়েছে ।এই বাজেটের টাকা কোন কোন খাতে ব্যয় হবে তা নিয়ে এই পর্যালোচনা বৈঠকে বিস্তারিত আলোচনা করা হবে ।এছাড়া জনগণের কাছে উন্নয়নমূলক কাজকর্মের সুবিধা পৌঁছে দিতে আর কি কি পরিকল্পনা গ্রহণ করা যায় সেই সম্পর্কেও বৈঠকে আলোচনা হবে ।মন্ত্রী আরো জানান, বৈঠকে বাজেট বরাদ্দের টাকা সঠিক সময়ের মধ্যে দ্রুত বাস্তবায়িত করে উন্নয়নের ফসল জনগণের কাছে দ্রুত পৌঁছে দেওয়ার জন্য আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে।

এই বৈঠকে জনজাতি অধ্যুষিত এলাকায় উন্নয়নমূলক কাজে আধিকারিকরা বিভিন্ন দিক থেকে যে সমস্যার সম্মুখীন হচ্ছেন সেই বিষয়গুলি তুলে ধরেন ।সংশ্লিষ্ট সমস্যা গুলি দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়ার জন্য এই পর্যালোচনা বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

3 + 3 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য