সনাতনী হিন্দু সেনা এক বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সনাতনী হিন্দু সেনার আগামী দোসরা আগস্ট মুক্ত ধারা অডিটোরিয়ামে বর্ষপূর্তি উদযাপন উদযাপন অনুষ্ঠানে থাকবেন রাজ্যের তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, আগরতলা পৌর নিগমের মেয়র তথা রামনগর বিধানসভার বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্যরা। বুধবার আগরতলার প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় সনাতনী হিন্দু সেনার পক্ষ থেকে। এ দিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সনাতনী হিন্দু সেনার সভাপতি তাপস মজুমদার, সাধারণ সম্পাদক সমীর মালাকার সহ সংগঠনের অন্যান্য নেতৃত্বরা।এই দিনের সাংবাদিক সম্মেলনে সনাতনী হিন্দু সেনাসভাপতি তাপস মজুমদার জানান বছরে সনাতনী হিন্দু সোনার প্রতিষ্ঠা করা হয় ২০২৪ সালের কাঁঠাল তলিতে এই বছর দোসরা অগাস্ট প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপন করা হবে আগরতলার মুক্তধারা অডিটোরিয়াম এই অনুষ্ঠানের উপস্থিত থাকবেন তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, আগরতলার জগন্নাথ ধামের মহারাজ। প্রথম বর্ষপূর্তি উদযাপনে সারা রাজ্যের ১৪৭ জন দিব্যাঙ্গদের তাদের ব্যবহৃত প্রয়োজনীয় জিনিস প্রদান করা হবে। সনাতনী হিন্দু সেনা প্রতিষ্ঠা করা হয়েছে হিন্দুদের মন্দিরগুলো সুরক্ষিত রাখা এবং হিন্দুদেরকে ঐক্যবদ্ধ করার মধ্য দিয়ে এই সংগঠন কাজ করবে ।