Monday, July 28, 2025
বাড়িখবররাজ্য৯৭ গ্রাম ব্রাউন সুগার সহ দুই মহিলাকে বনকুমারি থেকে গ্রেফতার করে পূর্ব...

৯৭ গ্রাম ব্রাউন সুগার সহ দুই মহিলাকে বনকুমারি থেকে গ্রেফতার করে পূর্ব থানার পুলিশ।

ব্রাউন সুগার বিক্রিতে জড়িয়ে পড়েছে মহিলারাও। পূর্ব আগরতলা থানার পুলিশ রবিবার অভিযানে বনকুমারি অটো স্ট্যান্ড থেকে দুই মহিলাকে ব্রাউন সুগার সমেত গ্রেফতার করেছে। ধৃতরা হলো সাখিনা বেগম (৪৫) এবং জেসমিন আখতার (৩৫)। তাদের একজনের বাড়ি বিশালগড় ওঅন্যজনের বাড়ি মধুপুর এলাকায়। তাদের কাছ থেকে ৯৭ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। সোমবার আগরতলা পূর্ব থানায় সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার পুলিশ সুপার ডক্টর কিরন কুমার তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, আসাম থেকে দুই মহিলা ব্রাউন সুগার নিয়ে বন কুমারী অটো স্ট্যান্ডে আসেপূর্ব থানার ওসি সুব্রত দেবনাথ এর বিশেষ অভিযানে তাদেরকে তল্লাশি করে ব্রাউন সুগার বাজেয়াপ্ত করা দু’জনই নেশাদ্রব্য বিক্রি করতে প্রথমে রেলস্টেশন এলাকায় গিয়েছিলো পরে তাদের পূর্ব আগরতলা থানার পুলিশ গ্রেফতার করে। তাদের কাছ থেকে ৯৭ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয় যার বাজার মূল্য ১০ থেকে ১৫ লক্ষ টাকা সোমবার তাদেরকে আদালতে তোলা হবে বলে জানান তিনি। মহিলাদের দিয়েনেশার ব্যবসা চালালে ধরা পড়ে যাওয়ার ভয় কম রয়েছে। এই কারণে এখন মহিলাদের নিরাপদে নেশাদ্রব্য পৌঁছে দিতে নিয়োগকরা হচ্ছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five + ten =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য