আগরতলা পৌর নিগমের অন্তর্গত শহরের বিভিন্ন এলাকার রাস্তাঘাটের যে বেহাল দশা তার নির্মান, ড্রেইন সংস্কার, বিশুদ্ধ পানীয় জলের সুবন্দোবস্তের দাবীতে রাস্তায় নামলো ত্রিপুরা প্রদেশ তৃনমুল কংগ্রেস। এদিন সংগঠনের কর্মীরা দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল করে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে আগরতলা পুর নিগমের অফিসের সামনে এসে মিলিত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুব তৃনমুল কংগ্রেসের রাজ্য সভাপতি শান্তনু সাহা।
এদিন তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বর্তমান রাজ্যের ত্রিপল ইঞ্জিনের সরকারের একহাত নিয়ে বলেন উন্নয়নের নামে মানুষকে বোকা বানানো হচ্ছে। কেননা লক্ষ করা যাচ্ছে শহরের বিভিন্ন এলাকার রাস্তাঘাট বেহাল দশায় পরিনত হয়েছে সংস্কারের কোন হেলদোল নেই পুর নিগমের, তাছাড়া একই অবস্থায় রয়েছে ড্রেনগুলিও। পাশাপাশি শহরবাসী পাচ্ছে না বিশুদ্ধ পানীয় জল। তাই একপ্রকার বাধ্য হয়েই আজকের এই কর্মসূচি বলে জানান তিনি।