জাতীয় সড়ক নির্মাণে গুণগত মান বজায় রাখার জন্য কেন্দ্রীয় সড়ক যোগাযোগ মন্ত্রী নীতিন গরগরির নিকট অনুরোধ জানিয়েছেন রাজ্যের সাংসদ তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ।শনিবার রাজ্যে ফিরে এসে বিমানবন্দরে সাংবাদিকদের এই কথা জানান তিনি। লাইট হাউজ নির্মাণের কাজ শেষ করতে অতিরিক্ত অর্থ মঞ্জুরের জন্য তিনি কেন্দ্রীয় মন্ত্রী নিকট আবেদন জানিয়েছেন।
সংসদের বাদল অধিবেশনে যোগ দিতে সম্প্রতি দিল্লি যান রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব। শনিবার তিনি রাজ্যে ফিরে আসেন। এদিন বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ বিপ্লব কুমার দেব জানান ,দিল্লি অবস্থানকালে তিনি রাজ্যের উন্নয়ন সংক্রান্ত বিষয় নিয়ে একাধিক মন্ত্রীর সাথে দেখা করেন। এই প্রসঙ্গে কেন্দ্রীয় সড়ক ও যোগাযোগ দপ্তরের মন্ত্রী নীতিন গরগরির সাথে দেখা করেন ।কেন্দ্রীয় মন্ত্রীর নিকট রাজ্যের জাতীয় সড়ক নির্মাণে গুণগতমান বজায় রাখার বিষয়টি তুলে ধরেন তিনি ।প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ জানান ,গোটা উত্তর পূর্বাঞ্চলই বৃষ্টি প্রধান অঞ্চল। ত্রিপুরায় বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয় ।এর ফলে বিটুমিনের তৈরি সড়ক গুলি দ্রুত নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে । এই ক্ষেত্রে জাতীয় সড়কগুলি আর সি সির সড়ক করার জন্য কেন্দ্রীয় মন্ত্রীর নিকট দাবি জানান তিনি। এর উত্তরে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গরগরি জানান, পরবর্তী সময়ে রাজ্যের জাতীয় সড়ক উন্নয়নের ক্ষেত্রে গুণগতমান পর্যবেক্ষণের জন্য একটি কমিটি করে দেওয়া হবে। কেন্দ্রীয় মন্ত্রী আরো জানান, জাতীয় সড়ক উন্নয়ন সংক্রান্ত পরবর্তী টেন্ডারগুলিতে সংশ্লিষ্ট বিষয়টি সংযুক্ত করা হবে বলে জানান।
বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব আরো জানান, রাজধানীর সন্নিকটে লাইট হাউস নির্মাণের কাজ বর্তমানে বন্ধ রয়েছে। এই প্রকল্পের কাজ শেষ করতেচ আরো কিছু অর্থ প্রয়োজন। এই অর্থ মঞ্জুরের দাবিও তিনি কেন্দ্রীয় মন্ত্রী নিকট তুলে ধরেন বলে জানিয়েছেন।
প্রসঙ্গত উল্লেখ্য যে রাজ্য সফরকালে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব একাধিক দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। এদিকে আগামী কিছুদিনের মধ্যেই প্রদেশ বিজেপির নতুন সভাপতি নির্বাচন হতে চলছে। এই সভাপতি নির্বাচনের প্রাক্কালে সাংসদ বিপ্লব কুমার দেবের রাজ্য সফর বিশেষ উল্লেখযোগ্য বলে বিভিন্ন মহলের অভিমত।