অবিলম্বে পরীক্ষার ফলাফল প্রকাশ করে উত্তীর্ণদের একসাথে নিয়োগ করার দাবীতে শুক্রবার শিক্ষা অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করলো এসটিজিটি পরীক্ষার্থীরা ।এদিন পরীক্ষার্থীরা প্রেকার্ড হাতে নিয়ে শিক্ষা ভবনের সামনে শামিল হন। 2022 সালে শিক্ষকের শূন্য পদ পূরণের লক্ষ্যে এসটিজিটি পরীক্ষা গ্রহণ করা হয় ।কিন্তু এখন পর্যন্ত এই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়নি ।একই সাথে সংশ্লিষ্ট শিক্ষকের শূন্য পদও পূরণ করা হয়নি। অবিলম্বে ফলাফল প্রকাশ করে শূন্যপদ পূরণের দাবিতে শুক্রবার পুনরায় শিক্ষা অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করেন এসটিজিটি পরীক্ষার্থীরা । এই ডেপুটেশন প্রদান প্রসঙ্গে এক পরীক্ষার্থী জানান, তিন বছর সময় পেরিয়ে গেছে ।এর মধ্যে অনেক পরীক্ষার্থীরাই ওভারেজ হয়ে গেছেন। তাদের কাছে বিকল্প কোন পথ নেই ।কারণ তারা আর কোন পরীক্ষায় বসতে পারবেনা ।বিষয়টি নিয়ে বিভিন্ন স্থানে একাধিক বার তারা আন্দোলনে সামিল হয়েছেন। কিন্তু কর্তৃপক্ষ তাদের সঠিক বিষয়টি এখনো জানাচ্ছে না ।তাই অবিলম্বে ফল প্রকাশ করে সংশ্লিষ্ট শূন্যপদ পূরণের দাবিতেই তারা এদিন এই কর্মসূচিতে সামিল হয়েছেন বলে জানান তিনি।
প্রসঙ্গত উল্লেখ্য যে ২০২২ সালে প্রায় নয় হাজার পরীক্ষার্থী এস টি জি টি পরীক্ষায় বসে ছিলেন। এদিকে পরীক্ষা গ্রহণ করার পর সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে একটি আইনি সমস্যা দেখা দেয় ।রাজ্য সরকার সংশ্লিষ্ট বিষয়ে উচ্চ আদালতের রায় কে চ্যালেঞ্জ করে সুপ্রিমকোর্টে যায় ।সংশ্লিষ্ট মামলাটি এখনো সুপ্রিম কোর্টে বিচারাধীন অবস্থায় রয়েছে ।বিভিন্ন মহলের অভিমত ,মামলার নিষ্পত্তি না হওয়ার কারণে সরকার এই ক্ষেত্রে কোন ব্যবস্থা গ্রহণ করতে পারছে না।