আগরতলা: পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলে উদযাপিত হলো বনমহোৎসব। স্কুল প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য SCERT অধিকর্তা এল. ডারলং। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম জেলা শিক্ষা আধিকারিক শ্রী পল্লব কান্তি সাহা সহ স্কুলের শিক্ষক শিক্ষার্থী ও ছাত্রছাত্রীরা।
বিদ্যালয় চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে এই বনমহোৎসব উদযাপন করা হয়। শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে বক্তব্য রাখেন অতিথিরা। তারা বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে প্রকৃতিপ্রেমী করে গড়ে তুলতে হলে এমন উদ্যোগ আরও বেশি করে নেওয়া প্রয়োজন এবং বেশি বেশি করে বনমহোৎসব আয়োজনের অংশগ্রহণ করতে হবে। প্রতিবছরই ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুল পরিবেশ দিবস বা বনমহোৎসব উপলক্ষে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করে থাকে। এদিনও তার ব্যতিক্রম হয়নি। পুরো অনুষ্ঠানজুড়ে ছাত্রছাত্রীদের উৎসাহ ও আগ্রহ ছিল চোখে পড়ার মতো।