Saturday, July 26, 2025
বাড়িখবররাজ্যতপশিলি ভুক্ত জাতির জনগণের আর্থসামাজিক মান উন্নয়নে চিন্তন শিবির অনুষ্ঠিত

তপশিলি ভুক্ত জাতির জনগণের আর্থসামাজিক মান উন্নয়নে চিন্তন শিবির অনুষ্ঠিত

রাজ্যের তপশিলি ভুক্ত জাতিদের সার্বিক কল্যাণে তপশিলি জাতি ভুক্ত জনপ্রতিনিধি মতামত নিয়ে একটি প্রজেক্ট করা হবে। এই প্রকল্পটি কেন্দ্রীয় মন্ত্রীর নিকট দাখিল করে কেন্দ্রীয় সরকারের সহযোগিতা চাওয়া হবে। বৃহস্পতিবার তপশিলি জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজিত চিন্তন শিবিরে এই কথা জানান দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস।

তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রীত্বের দায়িত্ব পেয়ে মন্ত্রী সুধাংশু দাস গত দুই থেকে আড়াই বছর সময়ে কি কি কাজ করেছেন ,সেই সম্পর্কে বিস্তারিত তুলে ধরতে বৃহস্পতিবার তপশিলি জাতিভুক্ত বিধায়কদের নিয়ে চিন্তন শিবির করলেন । রাজধানীর একটি হোটেলে আয়োজিত এই চিন্তন শিবিরে পৌরোহিত্য করেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির তপশিলি জাতিভুক্ত অধিকাংশ বিধায়ক এবং বিধায়িকাগন। তবে বিরোধী দল সিপিআইএমের তপশিলি জাতিভুক্ত বিধায়করা এই চিন্তন বৈঠকে উপস্থিত থাকেননি বলে জানা গেছে। এদিন এই চিন্তন শিবির প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস জানান, তপশিলি জাতিভুক্ত জনগণের আর্থসামাজিক মান উন্নয়নে আরো কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত, আরো কি কি কাজ করা যেতে পারে ,সংশ্লিষ্ট বিষয়ে তপশিলি জাতিভুক্ত বিধায়কদের মতামত চাওয়া হবে ।বিধায়কদের পরামর্শ মত তপশিলি ভুক্ত জাতিদের আরো বেশি করে সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়া যায় সেই নিরিখে বিধায়কদের মতামতের উপর ভিত্তি করে একটি প্রজেক্ট তৈরি করা হবে ।এই প্রজেক্টটি নিয়ে দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রীর সাথে দেখা করে সংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতা চাওয়া হবে।

প্রসঙ্গত উল্লেখ্য যে রাজ্যের তপশিলি ভুক্ত জাতিদের আর্থসামাজিক উন্নয়নে তপশিলি ভুক্ত বিধায়ক বিধায়িকাদের নিয়ে এই ধরনের চিন্তন শিবির এই প্রথম ।এ দিনের বৈঠকে তপশিলি জাতি কল্যাণ দপ্তরের সচিব দীপা ডি নায়ার ,দপ্তরের অধিকর্তা সহ অন্যান্য আধিকারিকরা ও উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

four + 10 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য