বুধবার রামনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ৩৫ নং ওয়ার্ড এলাকার আখাউড়া রোড অঞ্চলে এর পের মা কে নাম কর্মসূচির অঙ্গ হিসেবে এক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেয়র তথা রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়কদীপক মজুমদার, শহর সদর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য রামনগর মন্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য সহ অন্যান্যরা।বাড়ছে বিশ্ব উষ্ণায়ন বাড়ছে তাপমাত্রা। কারণ একটাই বৃক্ষ নিধন ও বড় বড় অট্টালিকা নির্মাণ। সেদিকে লক্ষ্য রেখে বৃক্ষ রোপনের প্রয়োজনীয়তা অনুভব করে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক পের মাকে নাম কর্মসূচির ঘোষণা করে।যিনি বৃক্ষরোপণ করবেন যেহেতু উনার মার নামে সেই বৃক্ষটি উনি রোপন করছেন সেদিকে লক্ষ্য রেখে তিনি সেই বৃক্ষটির রক্ষণাবেক্ষণ করবেন এই উদ্দেশ্যেই এই কর্মসূচির নাম দিয়েছেন এক পের মাকে নাম। আজকের এই বৃক্ষরোপণ অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র বলেন, বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বিশ্ব রেখে যেতে হলে এরকম বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করতে হবে এবং এই গাছকে বাঁচিয়ে রাখতে হবে। সহ-সদর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য দলমত নির্বিশেষে সকলকে বৃক্ষরোপণ কর্মসূচিতে এগিয়ে আসার আহ্বান রাখেন।