Saturday, July 26, 2025
বাড়িখবররাজ্যযথাযথ মর্যাদায় রাজ্যে উদযাপিত হল লক্ষ্মী সায়গলের প্রয়াণ দিবস

যথাযথ মর্যাদায় রাজ্যে উদযাপিত হল লক্ষ্মী সায়গলের প্রয়াণ দিবস

দেশের স্বাধীনতা সংগ্রামী তথা বাম গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী লক্ষ্মী সায়গলের প্রয়াণ দিবস বিগত দিনের মতো এবারও যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপন করলো সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি। সাম্রাজ্যবাদের বিরুদ্ধে মতাদর্শগত লড়াই তীব্র করুন, এই মহান নেত্রীকে শ্রদ্ধা জানিয়ে বরণ করে নেব সদর মহকুমা লড়াকু নেত্রীদের এই আহ্বান নিয়েই লক্ষ্মীসাইগলকে স্মরণ করলেন নারী নেত্রীরা। বলা চলে ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম সক্রিয় কর্মী ছিলেন লক্ষ্মী সায়গল । তিনি আজাদ হিন্দ ফৌজের রানি ঝাঁসি রেজিমেন্টের দায়িত্ব ছিলেন যে নারীবাহিনী ছিল সর্বপ্রথম এবং এক সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গির পরিচায়ক। তিনি রাজনৈতিক জীবনে পা দেন ১৯৭১ সালে সিপিআই (এম)-এ যোগদানের মাধ্যমে , এছাড়া তিনি দলের হয়ে রাজ্যসভায় প্রতিনিধিত্বও করেছেন । বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রামে তিনি অসামান্য ভূমিকা পালন করেন। উদ্বাস্তু শিবির পরিচালনাসহ কলকাতায় বাংলাদেশী শরণার্থীদেরকে চিকিৎসা সেবা প্রদানে মুখ্য ভূমিকা রাখেন তিনি। বুধবার আগরতলা গান্ধীঘাট স্থিত সংগঠনের রাজ্য কার্যালয়ে অনুষ্ঠিত এই স্মৃতিচারণ কর্মসূচিতে অংশ নিয়ে লক্ষ্মী সায়গলের জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন নারী নেত্রী রমা দাস।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

fourteen − seven =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য