Thursday, October 16, 2025
বাড়িখবররাজ্যলেইক চৌমুহনী বেআইনিভাবে জবরদখলে থাকা দোকান গুড়িয়ে দেওয়া হল পুর নিগমের পক্ষ...

লেইক চৌমুহনী বেআইনিভাবে জবরদখলে থাকা দোকান গুড়িয়ে দেওয়া হল পুর নিগমের পক্ষ থেকে

বিগত দুদিন আগে নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার লেইক চৌমুহনী বাজার পরিদর্শনে এসেছিলেন এবং তিনি জানিয়েছিলেন যে, বাজারে থাকা ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনের ব্যবস্থা করে বাজারের কাজ ধরা হবে এবং তার পাশাপাশি রাস্তার কাজও করা হবে। তাই সেদিন তিনি দোকানপাটের মালিকদের দখলমুক্ত করার জন্য নির্দেশ দিয়েছিলেন। তারই পরিপ্রেক্ষিতে শনিবার লেইক চৌমুহনী বাজারে বেআইনি ভাবে রাস্তা গড়ে তোলা অস্থায়ী দোকানপাট ভেঙ্গে গুঁড়িয়ে দিল আগরতলা পুর নিগম। কিন্তু আগাম নোটিশ দেওয়ার পরও ব্যবসায়ীরা কর্নপাত করেনি এখন ব্যবসায়ীরা অভিযোগ করছেন যে, রাজন্য আমল থেকে লেকই চৌমুহনী বাজারে তাঁরা ব্যবসা বাণিজ্য চালাচ্ছেন। এত বছর যাবৎ তাঁদের এভাবে উচ্ছেদ অভিযান করা হয়নি। কিন্তু বিজেপি সরকারের আমলে এই উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত পরিবাররা দিশেহারা হয়ে পড়েছে। তাঁদের আরও অভিযোগ, আগরতলা পুর নিগমের পক্ষ থেকে পুনর্বাসনের ব্যবস্হা না করেই বুলডোজর দিয়ে একাধিক দোকান উচ্ছেদ অভিযান চালিয়েছে বলে। এখন দেখার তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে কি পদক্ষেপ নেয় আগরতলা পুর নিগম।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

16 + twenty =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য