শনিবার রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএম স্মার্ট মিটার এবং বিদুৎ মাশুল এবং জলের বর্ধিত কর প্রত্যাহারের দাবিতে সরব হয়েছে। এই দুই দফা দাবী নিয়ে রাজধানীর মেলারমাঠস্থিত দলীয় কার্যালয়ের সামনে থেকে এক সুবিশাল রেলী করা হয় দলের পক্ষ থেকে। মিছিলটি রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে রাজধানীর ওরিয়েন্ট চৌমুনী এলাকায় একটি সভায় মিলিত হয়। এদিনের মিছিলে উপস্থিত ছিলেন সি আই টি ইউ রাজ্য সভাপতি মানিক দে, সদর জেলা সম্পাদক অমল চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্বরা। এদিন বক্তব্য রাখতে গিয়ে অমল চক্রবর্তী বলেন রাজ্যের বর্তমান সরকার তথা বিজেপি জোট সরকার জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। স্মার্ট মিটারের নামে গরিব অংশের মানুষকে চরম ভোগান্তির মধ্যে ঠেলে দিয়েছে এবং বিভিন্ন ভাবে গ্রাহকদের পকেট কাটার চেষ্টা করছে। সরকারের তরফ থেকে জনগণকে আগাম না জানিয়ে বিদ্যুতের বিলে হাজার হাজার টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া তিনি অভিযোগ করেন যে এই সরকারের আমলে রাজ্যে আইনের শাসন নেই। কেননা রাজ্যে নারী নির্যাতনের হার দিন দিন বেড়ে চলছে এবং বিরোধী দলের নেতাকর্মীদের বাড়িতে হামলা হুজুতির ঘটনা সামনে এসেছে বলে।