Thursday, July 31, 2025
বাড়িখবররাজ্যবাম নেতা শংকর প্রসাদ দত্তকে গ্রেপ্তারের দাবিতে শহরে মিছিল

বাম নেতা শংকর প্রসাদ দত্তকে গ্রেপ্তারের দাবিতে শহরে মিছিল

পবনপুত্র হনুমান জি কে ষন্ডা মার্কা বলে কুরুচিকর মন্তব্য কড়ায় সি আই টি ইউ নেতা সংকর প্রসাদ দত্তের গ্রেপ্তারের দাবিতে পশ্চিম থানায় ডেপুটেশন প্রদান করলো মজদুর মনিটরিং সেল এর পশ্চিম জেলা কমিটি ।এই উপলক্ষে এদিন শহরে একটি ধিক্কার মিছিল সংঘটিত করে সংগঠনটি।

প্রাক্তন বাম সাংসদ তথা সি আই টি ইউ রাজ্য সাধারণ সম্পাদক সংকর প্রসাদ দত্তের কুরুচিকর মন্তব্যের রেশ এখনো রাজ্য জুড়ে চলছে ।শুক্রবার পবন পুত্র হনুমানজিকে ষন্ডা মার্কা হনুমান বলায় সংকর প্রসাদ দত্তের বিরুদ্ধে ধিক্কার জানিয়ে শহরে মিছিল সংঘটিত করে মজদুর মনিটরিং সেলের পশ্চিম জেলা কমিটি ।ধিক্কার মিছিলটি রবীন্দ্রশতবার্ষিকী ভবনের সামনে থেকে শুরু হয়ে শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে পশ্চিম থানার সামনে যায় ।সেখান থেকে পশ্চিম থানায় সি আই টি ইউ নেতা সংকর প্রসাদ দত্তকে অবিলম্বে গ্রেফতারের দাবী জানানো হয় ।এই কর্মসূচি প্রসঙ্গে মজদুর মনিটরিং সেল এর রাজ্য নেতৃত্ব বিপ্লব কর জানান, একজন প্রাক্তন সাংসদ এবং সিআইটিইউ নেতৃত্বের মুখে এই ধরনের মন্তব্য মানায় না ।তাকে অবিলম্বে এর জন্য ক্ষমা চাইতে হবে ।নতুবা তাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।

এদিন এই ধিক্কার মিছিলে মজদুর মনিটরিং সেল এর পশ্চিম থাকার বিভিন্ন শাখা সংগঠনের কর্মী সমর্থকরা অংশগ্রহণ করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

nineteen − 7 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য