Saturday, August 2, 2025
বাড়িখবররাজ্যশারদ উৎসবকে সামনে রেখে লালবাহাদুর ব্যায়ামাগারের খুঁটিপুজো অনুষ্ঠিত

শারদ উৎসবকে সামনে রেখে লালবাহাদুর ব্যায়ামাগারের খুঁটিপুজো অনুষ্ঠিত

শারদ উৎসবকে সামনে রেখে খুঁটি পুজোর মাধ্যমে শুক্রবার থেকে মন্ডপ নির্মাণের কাজ শুরু করল রাজধানীর লালবাহাদুর ব্যায়ামাগার ।এই খুঁটিপুজোয় উপস্থিত ছিলেন রাজ্যের রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য সহ ক্লাবের কর্মকর্তারা ।এবছর লালবাহাদুর ব্যায়ামাগারের পুজোর ভাবনা বসতি।

শারদ উৎসবের ঢাকে কাঠি পড়ে গেছে ।শুরু হয়ে গেছে রাজধানীর বিভিন্ন ক্লাব গুলিতে পুজো প্রস্তুতি। শুক্রবার খুঁটিপুজোর মধ্য দিয়ে মন্ডপ নির্মাণের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করলো রাজধানীর অন্যতম বনেদি ক্লাব লালবাহাদুর বেয়ামাগার ।এদিন শাস্ত্র মেনে বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় লাল বাহাদুর ব্যয়ামাগারের খুঁটিপুজো ।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন লাল বাহাদুর ব্যায়ামাগারের সভাপতি প্রণব সরকার সহ ক্লাবের কর্মকর্তারা ।এদিন লাল বাহাদুর ব্যায়ামাগারের খুঁটি পুজোয় উপস্থিত থেকে রাজ্যসভার সাংসদ রাজিব ভট্টাচার্য জানান ,দীর্ঘ বছর ধরে লাল বাহাদুর ব্যায়ামাগার স্বাস্থ্য পরিষেবা প্রদান খেলাধুলা এবং বহুবিধ সাংস্কৃতিক কর্মসূচির মাধ্যমে সামাজিক দায়িত্ব পালন করে চলছে ।অন্যান্য বছরের মতো এবছরও তারা থিম পুজোর আয়োজন করছে ।এতসব সামাজিক দায়িত্ব পালনের জন্য ক্লাব কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য।

উল্লেখ্য এবছর শারদ উৎসবে লালবাহাদুর ব্যয়ামাগারের থিম বসতি ।ক্লাব সভাপতি প্রণব সরকার জানান, অন্যান্য বছরের মতো এবছরও তাদের ক্লাবের পূজো প্যান্ডেলে প্রচুর দর্শনার্থীদের সমাগম পরিলক্ষিত হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

four × 3 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য