আবারও পরীক্ষার ফল প্রকাশ ও নিয়োগের দাবীতে রাস্তায় নামলো ২০২২ সালে এসটিজিটি পরীক্ষায় উত্তীর্ণ চাকুরীপ্রার্থীরা । শুক্রবার এরা একই দাবীতে মুখ্যমন্ত্রীর বাসভবনে ঘেরাও করে বিক্ষোভ দেখান। পরে পুলিশ তাদের আটক করে সেখান থেকে নিয়ে যায়। জানা গিয়েছে ২০২২ সালে এসটিজিটি পরীক্ষার নোটিফিকেশন প্রকাশ পাওয়ার পর। সেখানে পরীক্ষা দিয়েছিলেন রাজ্যের বেকার যুবক-যুবতীরা। কিন্তু পরীক্ষা দেওয়ার ৩ বছর পরেও ফলাফলের দেখা নেই। যার ফলে ফলাফল প্রকাশের দাবিতে ধর্নায় বসেছে চাকুরী প্রার্থীরা। এদিন এক আন্দোলনকারী চাকুরীপ্রার্থী সংবাদ মাধ্যমের সামনে জানান ২০২২ সালে পরীক্ষা দেওয়ার পর ২০২৫ সাল চলে আসলেও এখনো পর্যন্ত আগের পরীক্ষার ফলাফল ঘোষণা হয়নি। কিন্তু দেখা যাচ্ছে পুনরায় এই পরীক্ষার নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। তাই ২০২২ সালে দপ্তর যে পরীক্ষা গ্রহণ করেছিল তার ফলাফল অবিলম্বে প্রকাশ করার দাবি জানিয়ে তাদের এই বিক্ষোভ কর্মসূচী বলে জানান ।