Friday, August 1, 2025
বাড়িখবররাজ্যএসএফআই এর বিক্ষোভ ঘিরে উত্তাল পরিস্থিতি শিক্ষা ভবনের সামনে।

এসএফআই এর বিক্ষোভ ঘিরে উত্তাল পরিস্থিতি শিক্ষা ভবনের সামনে।

শুক্রবার কলেজের একাডেমিক ক্যালেন্ডার সঠিকভাবে কার্যকর করা, শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করা এই তিন দফা দাবিকে সামনে রেখে রাজধানীর শিক্ষা ভবনের সামনের বিক্ষোভ প্রদর্শন করে ভারতের ছাত্র ফেডারেশন ত্রিপুরা রাজ্য কমিটি। বিক্ষোভ প্রদর্শনের আগে এস এফ আইয়ের একটি মিছিল শহরের বিভিন্ন পথপরিক্রমা করে শিক্ষাভবনের সামনে এসে মিলিত হয়। এদিনের বিক্ষোভ কর্মসূচী প্রসঙ্গে এস এফ আইয়ের রাজ্য সম্পাদক সৃজন দেব সংবাদ মাধ্যমকে জানান ইউজিসি গাইডলাইন অনুযায়ী তিন মাস ক্লাস করানোর পর একটি সেমিস্টার পরীক্ষা গ্রহণ করা যায়। কিন্তু বিভিন্ন ডিগ্রী কলেজগুলিতে ১০-১৫ দিন ক্লাস করানোর পরেই আবার নতুন করে সেমিস্টার পরীক্ষা নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। আগের সেমিস্টারের রেজাল্ট দেওয়ার আগেই নতুন সেমিস্টারের দিনক্ষণ ঘোষণা করা হচ্ছে। এর ফলে ছাত্র-ছাত্রীদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। রাজ্যের ছাত্র-ছাত্রীদের এই সমস্যার বিষয়গুলি নিয়ে কথা বলার জন্য উচ্চশিক্ষা আধিকারিকদের সঙ্গে সাক্ষাত করার চেষ্টা করা হলেও তারা সাক্ষাৎ করতে রাজি হননি। তাই বাধ্য হয়েই এই বিক্ষোভ কর্মসূচি বলে জানিয়েছেন তিনি ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

17 − two =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য