এডিসি এলাকা কে নিয়ে পৃথক রাজ্য গঠনের দাবিতে অনর থেকেই আসন্ন স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করবে আইপিএফটি দল। বৃহস্পতিবার আগরতলা প্রেসক্লাবে দলের চিন্তন বৈঠক প্রসঙ্গে এই কথা জানান আইপিএফটির সাধারণ সম্পাদক তথা রাজ্যের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া।
২০২৬ সালের প্রথমেই ত্রিপুরা স্বশাসিত উপজাতি জেলা পরিষদের নির্বাচন ।এডিসির এই সাধারণ নির্বাচনকে সামনে রেখে অন্যান্য দলগুলির মত সাংগঠনিক প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকারের অন্যতম শরিকদল আইপিএফটি ।বৃহস্পতিবার আইপিএফটির এক কার্যকরী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় আগরতলা প্রেসক্লাবে ।এই বৈঠকে সভাপতিত্ব করেন দলের সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী প্রেম কুমার রিয়াং। বৈঠকে উপস্থিত ছিলেন দলের অন্যতম সাধারণ সম্পাদক তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সহ কার্যকরী কমিটির প্রায় সকল সদস্য। বৈঠকে আসন্ন এডিসি নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয় ।এই বৈঠক প্রসঙ্গে আইপিএফটি দলের সাধারণ সম্পাদক তথা রাজ্যের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া জানান ,২০২১ সালের এডিসির নির্বাচনে বিভিন্ন ষড়যন্ত্রের কারণে আইপিএফটি দল দুর্বল ছিল। ২০২৬ সালের এডিসি নির্বাচনের প্রাকমুহুর্তে দল অনেকটাই শক্তিশালী ।প্রায় প্রতিদিনই বিভাগীয় কমিটি গুলিতে যোগদান সভা চলছে। নেতৃবৃন্দ সর্বশক্তি নিয়ে দল গোছানোর কাজ শুরু করেছেন ।দল যথাসময়ে নির্বাচনী রণ কৌশল নির্ধারণ করবে ।মন্ত্রী আরো জানান ,তবে দলের মূল দাবি হচ্ছে এডিসি এলাকা নিয়ে পৃথক রাজ্য গঠন ,যা দলের প্রতিষ্ঠাতা প্রয়াত এনসি দেববর্মার অন্যতম স্বপ্ন ছিল ।আগামী দিনেও দল প্রয়াত নেতা এন সি দেববর্মার চিন্তাধারা কে সামনে রেখে এগিয়ে যাবে বলে জানান মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া।
জানা গেছে এদিনের আইপিএফটি দলের বৈঠকে আসন্ন এডিসি নির্বাচনের জন্য কোন কোন নির্বাচনী কেন্দ্র থেকে দলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।