বহি:রাজ্য থেকে আসা সিমেন্ট বুঝাই ট্রাক থেকে বিপুল পরিমাণ নেশা সামগ্রী ইয়াবা ট্যাবলেট উদ্ধার। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বুধবার ডি আর আই এবং আসাম রাইফেলস যৌথভাবে পুরাতন আগরতলার বাইপাস সড়ক এলাকায় একটি ট্রাকে তল্লাশি চালায়। এই তল্লাশি অভিযানে ১৪চাকার সিমেন্ট বুঝাই ট্রাক থেকে মোট ৩০ প্যাকেট নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। তল্লাশি অভিযানের আঁচ পেয়ে ট্রাকের চালক পালিয়ে যেতে সক্ষম হয়। এগুলোর আনুমানিক বাজার মূল্য এক কোটি টাকার বেশি হবে বলে জানিয়েছেন তদন্তের সঙ্গে যুক্ত এক আধিকারিক। ধারণা করা হচ্ছে গাড়িটি আগরতলা আমতলী বাইপাস রোড ধরে শহরের বাইরে কোথাও চলে যেত এবং সেখানে নিরাপদে নেশা সামগ্রী নামিয়ে দিত। কিন্তু নিরাপত্তাকর্মীদের তৎপরতায় হে যাত্রায় পাচারকারীরা সক্ষম হতে পারেনি। আটককৃত নেশা সামগ্রীগুলো নারকোটিক্স ডিপার্টমেন্ট বাজেয়াপ্ত করে নিয়ে যায়। আগরতলার বাইপাস রোড নেশা কারবারীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে এই রাস্তাতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি উঠেছে।