Friday, August 1, 2025
বাড়িখবররাজ্যলেইক চৌমুনি বাজার পরিদর্শনে মেয়র দীপক মজুমদার

লেইক চৌমুনি বাজার পরিদর্শনে মেয়র দীপক মজুমদার

বুধবার রাজধানীর লেইক চৌমুহনী বাজার পরিদর্শনে গেলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার। পরিদর্শনকালে এদিন তিনি এলাকার রাস্তাঘাট মেরামত এবং সেখানকার ক্ষুদ্র ব্যবাসায়ীদের স্বার্থে আপাতত কি ব্যবস্থা নেওয়া যায় সে বিষয়ে বাজার কমিটির সাথে আলোচনা করেন। পরে পরিদর্শন শেষে মেয়র সংবাদ মাধ্যমকে জানান, এখানে প্রায় ১২৫টি দোকান রয়েছে তাদের প্রত্যেকের সমীক্ষার তালিকা রয়েছে পুর নিগমের কাছে, সুতরাং ভয়ের কিছু নেই বাজার উন্নত করার কাজ ধরার পূর্বে তাদের বিকল্প ব্যবস্থা করবে পুর নিগম এবং বাজার কমিটির কাছে আহ্বান করা হয়েছে যে কাজ চলাকালীন সময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার ও যারা কাজে বাধা দেওয়ার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five × one =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য