সেলুন শিল্পের সাথে জড়িত মহিলাদের স্বাবলম্বী করে তোলে তাদের আর্থিক প্রগতির লক্ষ্যে বুধবার এক প্রশিক্ষণ কাম সেমিনারের আয়োজন করে ভিএলসিসি ওয়েল সাইন্স নামে দেশের প্রক্ষাত একটি বাণিজ্যিক সংগঠন ।এই প্রশিক্ষণ ও সেমিনারে রাজধানীর বিভিন্ন প্রান্তের ৭০ জন বিউটিশিয়ান অংশগ্রহণ করেন ।আগামী দিনের সারা রাজ্যে এই ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলে জানান প্রতিষ্ঠানটির ন্যাশনাল প্রোমোটার তথা রয়েল ক্রাউন ডাইরেক্টর মি: সোমনাথ।
রাজ্যেও পদার্পণ করেছে ভিএলসিসি ওয়েল সাইন্স নামের ব্যবসাহিক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য হলো যে সমস্ত মহিলাদের নিজস্ব সেলুন রয়েছে তারা কোম্পানির বিভিন্ন প্রোডাক্ট ব্যবহার করে তাদের সেলুন গুলিকে আরো বেশি বিকশিত করে তোলা এবং এর মধ্য দিয়ে আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা। বুধবার আগরতলায় vlcc ওয়েল সাইন্স ব্যবসায়িক প্রতিষ্ঠানটি একটি সেমিনার কাম প্রশিক্ষণের আয়োজন করে। এই প্রশিক্ষণে রাজধানীর বিভিন্ন প্রান্তের ৭০ জন বিউটিশিয়ান অংশগ্রহণ করেন ।সংশ্লিষ্ট বিউটিশিয়ানদের কোম্পানির নিজস্ব প্রোডাক্ট গুলি সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হয় এবং কি করে এই প্রোডাক্ট গুলি ব্যবহার করতে হয় সেই সম্পর্কে একটি প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। এই প্রশিক্ষণ কাম সেমিনার প্রসঙ্গে ভিএলসিসি ওয়েল সাইন্স কোম্পানির ন্যাশনাল প্রোমোটার তথা রয়েল ক্রাউন ডিরেক্টর সোমনাথ জানান ,মহিলাদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে ভিএলসিসি ওয়েল সাইন্স কোম্পানি দেশব্যাপী কাজ করে চলছে ।রাজধানীতে এই প্রথম এই ধরনের প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই প্রশিক্ষণের মাধ্যমে সংশ্লিষ্ট মহিলাদের রোজগারের পথ আরো সুগম করাই কোম্পানির লক্ষ্য ।তিনি জানান ,আগামী দিনে রাজ্যের বিভিন্ন প্রান্তে এই ধরনের সেমিনার কাম প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
এদিন ভিএলসিসি ওয়েল সাইন্স এর এই ধরনের কর্মসূচি কে স্বাগত জানিয়েছেন উপস্থিত রাজধানীর বিভিন্ন প্রান্তের বিউটিশিয়ানরা ।এই ধরনের কর্মসূচি থেকে তারা তাদের প্রফেশন সম্পর্কে আরো বিস্তারিতভাবে জানতে পেরেছেন এবং এই পদ্ধতি প্রয়োগ করে লাভবান হবেন বলে জানান উপস্থিত বিউটিশিয়ানরা।