Friday, August 1, 2025
বাড়িখবররাজ্য১৮৪ জন ডিপ্লোমাধারী প্রকৌশলীদের অফার বন্টন করা হল

১৮৪ জন ডিপ্লোমাধারী প্রকৌশলীদের অফার বন্টন করা হল

শুধুমাত্র চাকরির জন্যই চাকরি নয়, দেশ এবং রাজ্য গঠনের জন্যই চাকরি ।বুধবার রাজধানীর মুক্তধারা প্রেক্ষাগৃহে সিভিল ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল এর ১৮৪ জন ডিপ্লোমাধারীদের অফার বিতরণ অনুষ্ঠানে বললেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। এই অফার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ এবং অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়।

বুধবার সিভিল ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যালে ডিপ্লোমাধারী ১৮৪ জনের মধ্যে অফার বিতরণ করল রাজ্য সরকার। এই উপলক্ষে রাজধানীর মুক্তধারা প্রেক্ষাগৃহে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা ।এছাড়া উপস্হিত ছিলেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ ,অর্থমন্ত্রী প্রণোজিৎ সিংহ রায় ,রাজ্য সরকারের সচিব পিকে চক্রবর্তী, কিরণ গিত্তে সহ অন্যান্যরা ।এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন ,এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির যুগ ।প্রযুক্তির এই বিষয়ের সাথে আমাদের পাল্লা দিয়ে চলতে হবে ।এই দিশাতেই কাজ করে চলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।রাজ্য সরকারও প্রধানমন্ত্রীর প্রদর্শিত দিশাথেই কাজ করে চলছে।মুখ্যমন্ত্রী জানান, অত্যন্ত স্বচ্ছ পদ্ধতিতে রাজ্যে সার্বিক উন্নয়নের কাজ চলছে ।প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার রাজ্যের এই স্বচ্ছতার কথা জানে ।এর জন্যই 2025-26 অর্থ বর্ষের বাজেটে এক লাফে চার হাজার কোটি টাকা বৃদ্ধি করা হয়েছে ।কেবলমাত্র পরিকাঠামোগত খাতেই বরাদ্দ করা হয়েছে সাত হাজার কোটি টাকা। অফারপ্রাপ্ত ডিপ্লোমাধারীদের প্রতি আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন ,পরিকাঠামো উন্নয়নের কাজ আপনাদের নিংড়ে নিতে হবে ।যেন আগামী অর্থ বর্ষে পরিকাঠামোগত খাতে সাত হাজার কোটি থেকে ১০ হাজার কোটি টাকা বরাদ্দ করা যায় ।মুখ্যমন্ত্রী আরো বলেন ,এই চাকরিকে শুধু চাকরি হিসেবে ধরলে ভুল হবে ।এই চাকরি দেশ এবং রাজ্য গড়ার জন্য চাকরি। ৩৫ বছর এবং পাঁচ বছরের সময়ে এই ধারণা ছিল। তখন চাকরির নিয়োগও তেমনভাবেই হত। মুখ্যমন্ত্রী বলেন ,আপনাদের মনে রাখতে হবে ,স্বচ্ছতা বজায় রেখে রাজ্যে কাজ হচ্ছে। তাই কাজের ক্ষেত্রে আপনাদের আরো স্কিল্ড হতে হবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। বিদ্যুৎ মন্ত্রী বলেন ,আজ ১৮৪ জন ডিপ্লোমাধারী চাকরি পেয়েছেন ।এর আগে আরও ১৯৭ জন ডিগ্রিধারীকে চাকরি দেওয়া হয়েছে ।আরো 310 টি চাকরি হবে ।তথ্য দিয়ে বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ জানান ,গত 35 বছরে ডিগ্রি এবং ডিপ্লোমাধারী মিলিয়ে ১১০০ জনের চাকরি হয়েছিল ।আর এই সাত বছরে চাকরি হয়েছে ৪০০ জনের। চাকরি প্রদানের ক্ষেত্রে প্রার্থী নির্বাচনে টিপিএসসিকে আরো শক্তিশালী করা হবে বলে জানান বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। অনুষ্ঠানে নির্বাচিত ১৮৪ জনের হাতে অফার তুলে দেন মুখ্যমন্ত্রী ,বিদ্যুৎ মন্ত্রী অর্থমন্ত্রীসহ অন্যান্যরা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eighteen − 11 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য