বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং স্মার্ট মিটারের বিরোধিতা করে বামেদের প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়ে দিল সিপিআইএম দলের ত্রিপুরা রাজ্য কমিটি। স্মার্ট মিটার এবং বিদ্যুতের মাসুল বৃদ্ধিকে কেন্দ্র করে উত্থান রাজ্য রাজনীতি। শাসক এবং বিরোধীদের মধ্যে কাদা ছোড়াছুড়ির জারি রয়েছে এই ইস্যুতে। স্মার্ট মিটারের বিরোধিতা করে বামেরা আগরতলার বিদ্যুৎ নিকনের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে, এর পাল্টা হিসেবে ত্রিপুরা সরকারের বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ সাংবাদিক সম্মেলন করে বিদ্যুৎ মাসুল বৃদ্ধি সংক্রান্ত বিষয়ে বামেদেরকে দায়ী করেন এবং বলেন তাদের সময়ে বিদ্যুৎ বেসরকারি করন হয়েছে। বিদ্যুতের মূল্য সবচেয়ে বেশি বাম আমলের বৃদ্ধি করা হয়েছিল বলে অভিযোগ করেন।
বিদ্যুৎ দপ্তরের মন্ত্রীর সাংবাদিক সম্মেলনের ২৪ ঘন্টার মধ্যে পাল্টা জবাব দিল সিপিআইএম। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলন করে সিপিআইএম দলের ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক এবং বিধায়ক জিতেন চৌধুরী বলেন, পাম আমলের রাজ্যে বিদ্যুতের গৌরবময় অধ্যায় ছিল কিন্তু বর্তমান সরকার নিজেদের শুধু প্রচার কর্মসূচিতে ব্যস্ত রাখতে গিয়ে সবকিছু নষ্ট করে দিচ্ছে। এখন সামান্য ঝড় বৃষ্টি হলেই বিদ্যুৎ ব্যবস্থা ভেঙ্গে পড়ে। বিদ্যুৎ ব্যবস্থাকে সম্পূর্ণরূপে বেসরকারি হাতে তুলে দেওয়ার জন্য স্মার্ট মিটারের ব্যবস্থা চালু করেছে। এই পরিস্থিতিতে স্মার্ট মিটারের বিরুদ্ধে বামেদের কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানিয়ে দেন।
এদিনের এই সাংবাদিক সম্মেলনে জিতেন চৌধুরীর পাশাপাশি উপস্থিত ছিলেন বিদ্যুৎ দপ্তরের প্রাক্তন মন্ত্রী মানিক দে এবং বাম নেতা রতন দাস। এদিন সেদিন সাংবাদিক সম্মেলনে প্রাক্তন মন্ত্রী মানিকদের বলেন, বিদ্যুৎ নিগমকে বেসরকারিকরণ এর তীব্র বিরোধিতা করেছিল বামেরা। একপ্রকার বাধ্য হয়ে সারা দেশের মধ্যে সবচেয়ে দেরিতে বামেরাই বিদ্যুৎ ব্যবস্থাকে নিগমে রূপান্তরিত করে। নিগমের রূপান্তরিত করা হলেও এক শতাংশ সরকারের অধিক গৃহীত এই সংস্থাটি বলেও দাবি করেন তিনি। পাশাপাশি মন্ত্রী রতন লাল নাথ সাংবাদিক সম্মেলন করতে গিয়ে বিদ্যুতের দাম বৃদ্ধির পেছনে গ্যাসের দাম বৃদ্ধির বিষয়টি উল্লেখ করেছিলেন, এর উত্তরে মানিক দে বলেন এর জন্য দায়ী নরেন্দ্র মোদী। আগে যেখানে ডলারের বিপরীতে ভারতের টাকার মূল্য অনেক বেশি ছিল এখন ডলারের তুলনায় টাকার মূল্য অনেক কমে গিয়েছে বলে দাবি করেন। বিদ্যুৎ বিল ইস্যুতে রাজ্য রাজনীতি আরো কিছুদিন স্বর গরম থাকবে তা বলা যায়।