Sunday, August 31, 2025
বাড়িখবররাজ্য“শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি” এই থিমেই এবারে সেজে উঠবে দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের...

“শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি” এই থিমেই এবারে সেজে উঠবে দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের পুজোমন্ডপ

বাঙ্গালীর শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোর উৎসবে দেশের স্বাধীনতা আন্দোলনে শহীদদের স্মরন করবে দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাব, তাই শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের এবছর পূজার থিম শ্রদ্ধাঞ্জলি। রবিবার শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি, এই থিমের আনুষ্ঠানিক সূচনা হলো রাজ্যসভার সাংসদ তথা প্রদেষ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যের হাত ধরে। আর এই থিমের আবরণ উন্মোচন উপলক্ষে ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো এক মেঘা স্বাস্থ্য শিবির। তাতে বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত থেকে এলাকার সাধারণ মানুষের স্বাস্থ্য পরীক্ষা করেন। এদিন সাংসদ রাজীব ভট্টাচার্য বক্তব্য রাখতে গিয়ে বলেন দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাব প্রতি বছর দুর্গাপূজার পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজে নিজেদের অবদান রেখেছে। চিত্তরঞ্জন ক্লাবের পূজোকে কেন্দ্র করে গোটা রাজ্যব্যাপী এক আলাদা উন্মাদনা কাজ করে। খুব সুন্দরভাবে গোটা পূজাকে পরিচালনা করা হয় । এছাড়া দেশ রক্ষায় যারা আত্মবলিদান দিয়েছে তাদেরকে শ্রদ্ধা জানিয়ে ক্লাবের থিম তৈরী করা তা প্রশংসনীয় বলে জানান তিনি ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

4 × three =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য