Saturday, July 12, 2025
বাড়িখবররাজ্যআদালতের আদেশে উদ্ধারকৃত বাইক মালিকদের হাতে তুলে দিলো এনসিসি থানার পুলিশ

আদালতের আদেশে উদ্ধারকৃত বাইক মালিকদের হাতে তুলে দিলো এনসিসি থানার পুলিশ

চুরি যাওয়া তিনটি বাইক কিছু স্বর্ণালঙ্কার ও কয়েকটি মোবাইল উদ্ধার করে আদালতের আদেশ মূলে সংশ্লিষ্ট মালিকদের হাতে তুলে দিল এনসিসি থানার পুলিশ ।এদিন থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক প্রাণজিত মালাকার এই সংবাদ জানান। চুরি হয়ে যাওয়া বাইক ,স্বর্ণালংকার এবং মোবাইল ফিরে পেয়ে খুশি সংশ্লিষ্ট মালিকরা।

চলতি বছরের 21 মে এনসিসি থানার অধীন বিভিন্ন স্থান থেকে তিনটি বাইক চুরি হয়। এর কিছু দিনের মধ্যেই চোরের দল এক বাড়ি থেকে মহিলার সোনার চেইন চুরি করে নিয়ে যায় ।পাশাপাশি একই সময়ে বেশ কয়েকটি মোবাইল চুরির অভিযোগও পায় এনসিসি থানার পুলিশ ।অভিযোগ হাতে পেয়ে একটি SIT গঠন করে এন সি সি থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক রাঞ্জিত মালাকার ।ঘটনার তদন্তে নেমে পুলিশ চুরি যাওয়া তিনটি বাইক উদ্ধার করতে সক্ষম হয় ।পাশাপাশি চুরি যাওয়া স্বর্ণের চেইনটিও পুলিশ উদ্ধার করে ।একই সময়ে তদন্তে নেমে কিছু মোবাইল ফোনও উদ্ধার করে পুলিশ ।সংশ্লিষ্ট চুরি যাওয়া বাইক ,স্বর্ণালংকার ও মোবাইল গুলি আদালতে সোপর্দ করার পর আদালতের আদেশ মূলে শনিবার বাইক ,স্বর্নালঙ্কার এবং মোবাইল ফোনগুলি সংশ্লিষ্ট মালিকদের হাতে তুলে দেয় ncc থানার পুলিশ। এনসিসি থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক প্রাণজিত মালাকার এই সংবাদ জানান।

এদিকে চুরি হয়ে যাওয়া বাইক ,স্বর্ণালংকার এবং মোবাইল ফিরে পেয়ে খুশি সংশ্লিষ্ট মালিকরা ।তারা এনসিসি থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ।এই ধরনের ঘটনা পুলিশ প্রশাসনের উপর জনগণের আস্থা আরো বৃদ্ধি পাবে বলে মনে করেন তারা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

two × 3 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য