বিশ্বজুড়ে জাত ধর্ম ও বর্ণের লড়াই চড়লেও একমাত্র রক্তদান এবং গ্রহণের ক্ষেত্রে জাত পাত বা বর্ণের কোন বালাই নেই। সেই কারণেই রক্তদান মহৎ দান ।শনিবার দা স্মাইল ফাউন্ডেশন এর উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে বললেন আগরতলা পৌরনিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে এদিন রাজধানীর আই এম এ হাউসে স্বাস্থ্যশিবির ও রক্তদান শিবিরের আয়োজন করে দা স্মাইল ফাউন্ডেশন।
কোভিড অতি মারির সময় দুস্থদের পাশে দাঁড়াতে রাজধানীর একদল ছাত্র ছাত্রী ও যুবক যুবতী দা স্মাইল ফাউন্ডেশন নামে একটি সামাজিক সংগঠন গড়ে তোলেন ।শনিবার এই সামাজিক সংগঠনটির চতুর্থ বর্ষপূর্তি হল ।এই উপলক্ষে দা স্মাইল ফাউন্ডেশন এর সমাজকর্মীরা রাজধানীর আইএনএ হাউসে এক স্বাস্থ্য শিবির ও রক্তদান শিবিরের আয়োজন করে ।এই স্বাস্থ্য শিবির এবং রক্তদান শিবিরের উদ্বোধন করেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক সেবক ভট্টাচার্য সহ অন্যান্যরা ।এই সামাজিক কর্মসূচির উদ্বোধন করে আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বলেন, এখন পর্যন্ত রক্তের কোন বিকল্প তৈরি হয়নি ।একমাত্র মানুষের দান করা রক্তেই এর প্রয়োজনীয়তা ম্যাটানো হয়। তিনি আরো বলেন ,বর্তমান সময়ে গোটা বিশ্বে যখন জাতপাত ধর্ম বর্ণ নিয়ে লড়াই ও বিদ্বেষ চলছে , তখন একমাত্র রক্তের ক্ষেত্রেই জাত পাত ধর্ম ও বর্ণের কোন ভেদাভেদ নেই ।এই কারণেই রক্তদানকে মহৎ দান বলা হয়। সামাজিক সংগঠন দা স্মাইল ফাউন্ডেশনের চতুর্থ বর্ষ পূর্তি উপলক্ষে এই ধরনের কর্মসূচি আয়োজনের জন্য সংগঠনের উদ্যোক্তাদের অভিনন্দন জানান মেয়র।
এদিন আই এম এ হাউসে দা স্মাইল ফাউন্ডেশন এর উদ্যোগে আয়োজিত স্বাস্থ্য শিবিরে আগরতলা পৌর নিগমের বিভিন্ন ওয়ার্ডের সাফাই কর্মীরা স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করেন।