দুস্কৃতীদের হামলা হুজ্জুতি ও ভয়ে তিনি যে দমে থাকার পাত্র নন তা আবারও বুঝিয়ে দিলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা নয় বনমালীপুর বিধানসভার কংগ্রেস বিধায়ক গোপালচন্দ্র রায় ।শনিবার রাজধানী ২১ নম্বর ওয়ার্ড এর অধীন লাল বাহাদুর এলাকায় জনগণের মন কি বাত শীর্ষক পচার পত্র নিয়ে বাড়ি বাড়ি প্রচারে গিয়ে বিধায়ক জানান ,কংগ্রেস ছিল আছে এবং আগামী দিনেও থাকবে।
গত ৬ জুলাই রবিবার 31 নম্বর ওয়ার্ড এলাকায় একটি ঘড়োয়া সভায় তার উপর হামলা হয়েছিল ।এই হামলার পর বিভিন্ন মহল থেকে ধারণা করা হয়েছিল এবার বনমালীপুর বিধানসভার কংগ্রেস বিধায়ক গোপালচন্দ্র রায় কিছুটা দমে যাবেন। কিন্তু তিনি যে থেমে থাকার পাত্র নন তা ফের একবার বুঝিয়ে দিলেন এই জাদরেল নেতা।৬ জুলাইয়ের হামলার ছয় দিনের মাথায় শনিবার এআইসিসি এবং প্রদেশ কংগ্রেসের জনগণের মন কি বাত শীর্ষক পচার পত্র নিয়ে ফের পথে নামলেন কংগ্রেস বিধায়ক ।এদিন আগরতলা পৌর নিগমের ২১ নম্বর ওয়ার্ডের অধীন লালবাহাদুর এলাকায় প্রচার পত্র নিয়ে বাড়ি বাড়ি বিতরণ করলেন বিধায়ক গোপাল চন্দ্র রায়। বিধায়কের সাথে ছিলেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রশান্ত সেন চৌধুরী সহ নয় বনমালীপুর ব্লক কংগ্রেসের নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকরা ।এদিন বাড়ি বাড়ি প্রচার কর্মসূচির ফাঁকেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস বিধায়ক ৬ জুলাইয়ের হামলার ঘটনার তীব্র নিন্দা জানান ।তিনি বলেন এই ঘটনায় জড়িত অভিযুক্তদের নাম ধাম দিয়ে পূর্ব থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা গ্রহণ হয়েছে ।কিন্তু এখন পর্যন্ত একজন সমাজদ্রোহীও গ্রেপ্তার হয়নি ।এই হামলার ঘটনার পর আজ তিনি বাড়ি বাড়ির প্রচারে বেরিয়েছেন। সংশ্লিষ্ট ব্যাপারে পুলিশকে চিঠি দিয়ে জানানো হয়েছে। কিন্তু পুলিশ তাকে কোন ধরনের সহযোগিতা করেনি বলে অভিযোগ করেন তিনি। এদিন নাম উল্লেখ না করে সংসদ রাজিব ভট্টাচার্যের তীব্র নিন্দা করেন কংগ্রেস বিধায়ক ।তিনি বলেন, একজন বিধানসভার ভোটে হেরে পাগল হয়ে গেছেন। তিনি বলছেন বিধায়ক গোপাল রায় মাফিয়াদের নিয়ে ঘুরে বেড়ায় ।বিধায়ক গোপাল চন্দ্র রায় অভিযোগ করে বলেন, যিনি এ কথা বলছেন তার রান্নাঘরে মাফিয়ার রাজত্ব করে ।তিনি আরো জানান ,ভয় দেখিয়ে কংগ্রেসকে দমিয়ে রাখা যাবে না ।কংগ্রেস ছিল আছে এবং আগামীদিনেও থাকবে।
এদিন বিধায়কের সাথে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা আইনজীবী প্রশান্ত সেন চৌধুরী। শ্রী চৌধুরী বিধায়ক গোপালচন্দ্র রায়ের সভায় হামলার ঘটনার তীব্র নিন্দা জানান।