Friday, July 11, 2025
বাড়িখবররাজ্যলংতরাইয়ে সাত হাজার কোটি টাকায় ৮০০ মেগাওয়াট বিদ্যুতের পাম্প স্টোরেজ হচ্ছে

লংতরাইয়ে সাত হাজার কোটি টাকায় ৮০০ মেগাওয়াট বিদ্যুতের পাম্প স্টোরেজ হচ্ছে

রাজ্যে প্রথম পদক্ষেপে 6 লক্ষ স্মার্ট মিটার বসানো হবে। এর মধ্যে ৮৮ হাজার স্মার্ট মিটার বসানোর কাজ সম্পন্ন হয়ে গেছে। সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের ব্যবস্থাপক অধিকর্তা বিশ্বজিৎ বসু। তিনি আরো জানান, ধলাই জেলার লং তরাইয়ে ৮০০মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটি পাম্প স্টোরেজ স্থাপন করা হবে। স্মার্ট মিটার নিয়ে রাজ্যব্যাপী বিক্ষোভের মাঝেই ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম গ্রাহকদের বাড়ি বাড়ি স্মার্ট মিটার লাগানোর কাজ চালিয়ে যাবে। প্রথম পদক্ষেপে নিগম ৬ লক্ষ স্মার্ট মিটার লাগাবে। এরমধ্যে ৮৮ হাজার স্মার্ট মিটার লাগানোর কাজ সম্পন্ন হয়ে গেছে ।শুক্রবার বিদ্যুৎ নিগমের ব্যবস্থাপক অধিকর্তা বিশ্বজিৎ বসু এই সংবাদ জানিয়েছেন ।তিনি জানান, বর্তমান সময়ে সরকারি কার্যালয়ে স্মার্ট মিটার স্থাপন করা হচ্ছে।

সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের সিএমডি বিশ্বজিৎ বসু আরো জানান ,রাজ্যে একটি পাম্প স্টোরেজ স্থাপন করা হবে। ৮০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এই পাম্প স্টোরেজ টি ধলাই জেলার লংতরাইয়ে স্থাপন করা হবে ।এর জন্য প্রতি এক মেগাওয়াটে খরচ হবে ৮ কোটি টাকা ।সমগ্র প্রজেক্টটিতে মোট খরচ হবে প্রায় সাত হাজার কোটি টাকা। তিনি জানান nspc এর অনুমোদন দিয়েছে। অতিসত্বর এই প্রজেক্ট এর জন্য ডিপিআর বানানো হবে। এরপরই পাম্প স্টোরেজের নির্মাণ কাজ শুরু হবে।সাংবাদিক সম্মেলনে বিদ্যুৎ নিগমের ব্যবস্থাপক অধিকর্তা আরো জানান ,রাজ্যে বিদ্যুতের মাত্র ৭৭ পয়সা বৃদ্ধি করা হয়েছে ।এই মূল্য বৃদ্ধির বিষয়টি নিগমের হাতে নেই। সংশ্লিষ্ট বোর্ড এবং দপ্তরের মন্ত্রী এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

18 − 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য