আজ গুরু পূর্ণিমা। আষাঢ় মাসের এই গুরু পূর্ণিমার দিনেই নিজের গুরুকে শ্রদ্ধা জানিয়ে থাকেন অনেকে। এদিন বিজেপির উদ্যোগে সমাজের গুরুস্থানীয় ব্যক্তিদের কাছে গিয়ে তাদের শ্রদ্ধা নিবেদন করে সমাজ গঠনে তাদের অবদানের জন্য ধন্যবাদ জানানো হয়েছে। এরই অঙ্গ হিসেবে মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার নিজ এলাকার গুরুস্থানীয় ব্যক্তিদের কাছে গিয়ে তাদের শ্রদ্ধা নিবেদন করেছেন। প্রথমে তিনি বিশিষ্ট শিক্ষাবিদ ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ধনঞ্জয় গন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে তাঁকে শ্রদ্ধা জানিয়ে সংবর্ধনা প্রদান করেন এবং দ্রোণাচার্য কোচ বিশ্বেশ্বর নন্দীকেও সংবর্ধনা দেন। এদিন মেয়র দীপক মজুমদার সংবাদ মাধ্যমকে জানান , আমাদের আশেপাশে সমাজ গঠনে যাদের অবদান রয়েছে, আজ গুরুপূর্ণিমার দিনে তাদেরকে শ্রদ্ধা জানানোর কর্মসূচি গৃহীত হয়েছে বলে ।
অন্যদিকে ধলেশ্বরস্থিত রামকৃষ্ণ মিশনে গিয়ে আরাধ্য দেবতা রামকৃষ্ণদেবকে শ্রদ্ধা নিবেদন করলেন প্রদেশ সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য । এদিন তিনি বলেন গুরু পূর্ণিমা উপলক্ষে বিজেপির তরফে গুরু শিষ্যর যে সম্পর্ক সেটি আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্যই এই বিশেষ কর্মসূচি বলে ।