পূর্ব ঘোষিত অনুযায়ী বুধবার সারা রাজ্যে অনুষ্ঠিত হল প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা মহড়া । মহড়াটি অনুষ্ঠিত হয় ভূমি ধস ও বন্যা মোকাবিলা বিষয়ে। রাজ্যে মূল মহড়াটি অনুষ্ঠিত হয় রাজধানী আগরতলায় । মহড়া শুরুর আগে বুধবার সকালে জেলা প্রশাসন, অগ্নি নির্বাপন ও জরুরী পরিষেবা, পূর্ত, স্বাস্থ্য, প্রাণীসম্পদ, মৎস্য, পুলিশ, বিএসএফ, সিআরপিএফ, আসাম রাইফেলস, মিলিটারি, এনডিআরএফ প্রভৃতি বাহিনীর জওয়ান ও পদস্থ আধিকারিকগণ জমায়েত হন এই মেগা মহড়ার স্ট্রেজিৎ এরিয়া হিসাবে রাখা হাঁপানিয়া মেলা গ্রাউন্ডের মাল্টিপারপাস হলে। এদিন সংবাদ মাধ্যমকে পশ্চিম জেলার জেলাশাসক ডাঃ বিশাল কুমার জানান, গত বছর আগস্টে ভয়াবহ বন্যার পরিস্থিতিকে সামনে রেখে পশ্চিম জেলার ১২ জায়গায় সকাল সাতটা থেকে মহড়া শুরু হয়। ছয় জায়গায় বন্যা মোকাবিলা এবং বাকি ছয় জায়গায় ভুমি ধ্বস হলে কি কি করতে হবে তার মহড়া হয়েছে বলে ।