Thursday, July 31, 2025
বাড়িখবররাজ্যআদালতের রায় মেনে সর্বধর্ম মিশন নিজেদের অধিকারে নিল নির্বাচিত বৈধ কমিটি

আদালতের রায় মেনে সর্বধর্ম মিশন নিজেদের অধিকারে নিল নির্বাচিত বৈধ কমিটি

দীর্ঘ সাত বছর আইনি লড়াইয়ের পর আদালতের রায় মোতাবেক সোমবার থেকে সর্ব ধর্ম মিশনের প্রধান কার্যালয় নিজেদের হাতে নিল মিশনের নির্বাচিত কমিটি ।এই উপলক্ষে প্রচুর সংখ্যক ভক্তবৃন্দ এদিন এডি নগর স্থিত সর্বধর্ম মিশনের প্রধান কার্যালয়ে উপস্থিত হন। তবে মিশনের অফিস কক্ষ ,গেস্ট হাউস ,প্রণামী বাক্স প্রভৃতিতে তালা ঝুলিয়ে রাখে ইন্টারিম কমিটি। বিষয়টি নিয়ে ভক্তবৃন্দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

১৯১৯ সালে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য রাজধানীর এডি নগর এলাকায় গড়ে উঠে সর্বধর্ম মিশন নামে একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান ।এই প্রতিষ্ঠানটি নিজস্ব সংবিধান অনুসারে সারা দেশ এবং একাধিক রাষ্ট্রে মানবতার প্রচার ও প্রসারের কাজকর্ম চালিয়ে আসছিল ।কিন্তু ২০১৮ সালের এপ্রিল মাসে কিছু লোক ইন্টারিম কমিটি নামে একটি কমিটি গঠন করে এই মিশনের যাবতীয় কর্তৃত্ব নিজেদের দখলে নিয়ে নেয়।এই ইন্টারিম কমিটি বিষয়টি নিয়ে আদালতেও যায় ।অবশেষে দীর্ঘসুনানির পর গত ২৬ জুন পশ্চিম ত্রিপুরা সিভিল জজ এই ইন্টারিম কমিটিকে অবৈধ বলে ঘোষণা দেয় ।আদালতের এই রায়দান কে ভিত্তি করে সোমবার সর্ব ধর্ম মিশনের নির্বাচিত কমিটি মিশনকে নিজেদের দখলে আনে।এই উপলক্ষে সর্বধর্ম মিশনের প্রচুর সংখ্যক ভক্তবৃন্দ এবং কর্মী সমর্থক এদিন মিশনের প্রধান কার্যালয়ে উপস্থিত ছিলেন। এদিন এডি নগরের সর্বধর্ম মিশন প্রধান কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান মিশনের পুরাতন কমিটির সম্পাদক সত্যজিৎ রায়।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সর্বধর্ম মিশনের সভাপতি রঞ্জিত কুমার দাস ।তিনি জানান, মিশনের অফিস রুম ,গেস্ট হাউস এবং প্রণামী বাক্সে তালা দেওয়া হয়েছে ।যারা তালা দিয়েছেন তাদের অতিসত্বর এই তালা খুলে দেওয়ার জন্য বলা হবে। নতুবা সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে পুনরায় আইনি পথে যাওয়া হবে বলে জানান সর্ব ধর্ম মিশনের সভাপতি ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

3 + thirteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য