Thursday, July 31, 2025
বাড়িখবররাজ্যনাগরিক পরিষেবা বৃদ্ধির বিষয়ে আগরতলা পুর নিগমের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত

নাগরিক পরিষেবা বৃদ্ধির বিষয়ে আগরতলা পুর নিগমের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত

রাজধানী আগরতলায় বসবাসরত সাধারণ মানুষের নাগরিক পরিষেবা বৃদ্ধির বিষয়ে সব সময় তৎপর রয়েছেন মেয়র সহ বর্তমান পুর নিগম কর্তৃপক্ষ। সাধারণ মানুষের মধ্যে কি করে আরো বেশি সুবিধা পৌছে দেওয়া যায় এবং কোন অসুবিধা সম্মুখীন হচ্ছেন কিনা নগরবাসী এই বিষয়ে জানতে সোমবার এক পর্যালোচনা বৈঠকে বসে নিগম কর্তৃপক্ষ। এদিনের এই বৈঠকের পৌরহিত করেন মেয়র দীপক মজুমদার। পাশাপাশি এই বৈঠকে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সব পুর নিগমের প্রায় সকল কর্পোরেটর এবং জোনের চেয়ারম্যানগন। রাজধানী আগরতলা সিটি সেন্টার এলাকার পুর নিগমের প্রধান কার্যালয়ের কনফারেন্স হলে এদিনের এই বৈঠক অনুষ্ঠিত হয়। পাশাপাশি এদিন সাংবাদিকদের তরফে মেয়রের কাছে টাউনহলের নাম পরিবর্তনকে কেন্দ্র করে যে বিতর্ক তৈরি হয়েছে এই বিষয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। মেয়র বলেন শ্যামাপ্রসাদ দেশের জন্য নিজে আত্ম বলিদান দিয়েছেন। তাই এমন একজন মহান ব্যক্তির নামে টাউনহলের নামকরণ করা যথার্থ। সেই সঙ্গে তিনি আরো বলেন যারা এই নিয়ে বিতর্ক শুরু করেছেন তারাও ক্ষমতায় থাকাকালীন সময়ে বহু কিছুর নাম পরিবর্তন করেছেন।
সব মিলিয়ে এদিন পুর নিগম গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হলো।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

1 + fourteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য