Saturday, August 30, 2025
বাড়িখবররাজ্যতিন দফা দাবি আদায়ের লক্ষ্যে মথা নেতৃত্বের দিল্লি পদযাত্রা শুরু

তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে মথা নেতৃত্বের দিল্লি পদযাত্রা শুরু

তিপ্রাসা চুক্তি কার্যকর করা, বেআইনি অনুপ্রবেশ রোধে ব্যবস্থা গ্রহণ এবং গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবিতে আগরতলা থেকে দিল্লির উদ্দেশ্যে পদযাত্রা শুরু করলেন তিপ্রা-মথা নেতৃত্ব ডেভিড মুরাসিং। এদিন রাজধানীর উত্তর গেই ট থেকে দিল্লির উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেন তিনি। ডেভিড মোরা সিংয়ের এই ধরনের উদ্যোগকে স্বাগত এবং সমর্থন জানিয়েছেন তিপ্রা মথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেব বর্মন।

রাজ্যে বাংলাদেশ থেকে বেআইনি অনুপ্রবেশ রোধে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে সন্তুষ্ট নয় তিপ্রা মথা নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকরা। জনজাতিদের মতে ,বেআইনি অনুপ্রবেশের কারণেই রাজ্যে জনজাতিরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে পরিণত হয়েছে এবং নিজের ভূমিতেই নিজেদের অধিকার অর্জনের দাবিতে লড়াই করছে। অনুপ্রবেশের স্থায়ী সমাধানের জন্য প্রচুর রাজনৈতিক এবং সামাজিক আন্দোলন তারা করেছেন ।কিন্তু এর স্থায়ী সমাধান এখনো হয়নি। পাশাপাশি যে তিপ্রাসা চুক্তির ছয় মাসের মধ্যে কার্যকরী করার কথা ছিল ,এক বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত সেই চুক্তি কার্যকর করা হয়নি। এই অবস্থায় বেআইনি অনুপ্রবেশ রোধে স্থায়ী সমাধান , তিপ্রাসা চুক্তির কার্যকর এবং গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবি নিয়ে দিল্লির উদ্দেশ্যে আগরতলা থেকে পদযাত্রা শুরু করলেন তিপ্রা মথার বীরচন্দ্র মনু জোনালের চেয়ারম্যান ডেভিড মুরাসিং ।শনিবার রাজধানীর উত্তর গেইট থেকে তিনি পদযাত্রা শুরু করেন। এই উপলক্ষে উত্তর গেইট এলাকায় মথার নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকদের জমায়েত লক্ষ্য করা যায় ।উপস্থিত নেতৃবৃন্দ এবং কর্মী সমর্থকরা ডেভিডমুরা সিং এবং তার সাথে সামিল পদযাত্রীদের উৎসাহ প্রদান করেন । এই পদযাত্রা প্রসঙ্গে ডেভিডমুরা সিং জানান ,বাংলাদেশীদের বেআইনি অনুপ্রবেশ ইস্যুটি কেবলমাত্র রাজ্যেরই নয়, গোটা উত্তর পূর্বাঞ্চল ও হিন্দুস্তানের সমস্যা ।দেশের নিরাপত্তার জন্যও বিষয়টি একটি হুমকি স্বরূপ ।এই প্রসঙ্গে তিনি মনে করিয়ে দিয়ে জানান, সম্প্রতি চলচ্চিত্র অভিনেতা সইফ আলী খানের উপর সংঘটিত আক্রমণের ঘটনায় বাংলাদেশী অনুপ্রবেশকারী জড়িত ।তিনি আরো জানান, সম্প্রতি কেন্দ্রীয় সরকার তিপ্রাসা একর্ড করেছে। ছয় মাসের মধ্যে এই চুক্তি কার্যকরের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ।কিন্তু এক বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত এই চুক্তি কার্যকর করা হয়নি। তাই গ্রেটার তিপ্রাল্যান্ড, বেআইনি অনুপ্রবেশ রোধে কার্যকরী ব্যবস্থা এবং অবিলম্বে তিপ্রাসা চুক্তি কার্যকরের দাবিতে তিনি আগরতলা থেকে দিল্লী পর্যন্ত পদযাত্রা করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

এদিন ডেভিড মোরা সিংয়ের এই ধরনের জাতীয়তাবাদী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তিপ্রা মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন ।তিনি এই উদ্যোগের সাফল্য কামনা করে বলেন ,ডেভিড যা করছেন তা নিজের উদ্যোগেই করছেন। তিপ্রাসাদের সমস্যা গুলি তুলে ধরতে চাইছেন। তাই তাকে এবং তার অনুগামীদের উৎসাহিত করা আমার কর্তব্য। মথা সুপ্রিমো আরো জানান, বিষয়গুলি নিয়ে আমি আমার মত লড়াই করছি। তারা তাদের মত লড়াই করছে ।জাতীয় পতাকা নিয়ে পদযাত্রা করছে তারা ।সবার তাকে সমর্থন জানানো উচিত বলে মনে করেন তিনি। মথা সুপ্রিমো আরো জানান, কেউই তিপ্রাসা জনজাতি এবং এমনকি নর্থইস্ট এর জন্য চিন্তিত নন।

এদিন ডেভিড মোড়া সিং এর সাথে আরো কুড়িজন জাতীয় পতাকা হাতে এই পদযাত্রায় শামিল হয়েছেন। পদযাত্রায় অংশগ্রহণকারীদের মধ্যে মহিলারা রয়েছেন। এই পদযাত্রা জনজাতিদের জন্য নতুন কোন বার্তা বয়ে আনবে এমনটাই মনে করছে জনজাতিদের বিভিন্ন মহল।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five × 3 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য