রাজ্যের ৬০টি বিধানসভা কেন্দ্রের ৬০ জন ERO অর্থাৎ নির্বাচনী নিবন্ধন কর্মকর্তাদের নিয়ে শনিবার এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। রাজধানীর প্রজ্ঞা ভবনে রাজ্য মুখ্য নির্বাচনী কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণকর্মশালায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ব্রিজেশ পান্ডে, অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক ঊষা জৈন মগ সহ অন্যান্য আধিকারিকরা।
প্রতিটি বিধানসভা নির্বাচনী কেন্দ্রের জন্য একজন করে নির্বাচনী নিবন্ধন কর্মকর্তা বা আধিকারিক থাকেন ।সেই হিসেবে রাজ্যের ৬০টি বিধানসভা কেন্দ্রের জন্য নিয়োজিত ৬০ জন ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ero নিযুক্ত রয়েছেন ।এদের নিয়ে শনিবার প্রজ্ঞা ভবনে এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এর কার্যালয় ।এই প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ব্রিজেশ পান্ডে, অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক ঊষা জৈন মগ সহ অন্যান্য আধিকারিকরা। এই প্রশিক্ষণ কর্মশালায় ইআরওদের নির্বাচন সংক্রান্ত বিভিন্ন আইন এবং বিধি সংক্রান্ত বিষয়ে অবহিত করা হয় ।এই কর্মশালা প্রসঙ্গে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ব্রিজেশ পান্ডে জানান ,এটি একটি বার্ষিক রুটিন কর্মসূচি ।এই কর্মসূচির মূল লক্ষ্য নির্বাচনী নিয়ম সংক্রান্ত বিষয়ে সর্বদা প্রস্তুত থাকা ।তিনি আরো জানান, প্রশাসনিক প্রক্রিয়ায় কোন কোন ERO বদলি হন ।তাদের স্থলে নতুন ERO নিযুক্ত হন ।তাদেরকে নির্বাচন সংক্রান্ত আইন কানুন নিয়ে বিস্তারিতভাবে অবগত করার জন্যই এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানান তিনি। এই প্রশিক্ষণকর্মশালায় রাজ্যের ৬০টি বিধানসভা নির্বাচন কেন্দ্রে জন্য নিযুক্ত ৬০ জন ERO অংশগ্রহণ করেন।