নিজেদের দৈনন্দিন জীবনের কার্যকলাপের পাশাপাশি সমাজের প্রতি দায়বদ্ধতা মাথায় রেখে বিভিন্ন সমাজ সেবামূলক কর্মসূচি হাতে নিয়ে থাকেন নিলজ্যোতি ট্যুর এন্ড ট্রাভেলস সংস্থা। বিগত করোনা মহামারী সময় দেখা গিয়েছে নিজেদের সাধ্যমত দিন-দরিদ্র পরিবারদের মধ্যে খাদ্য সামগ্রী সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়ার মত কর্মসূচিও। শুধু তাই নয় সমাজের যেকোন ব্যক্তি কিংবা পরিবারের যেকোনো ধরনের সংকটে তাদের পাশে গিয়ে দাঁড়ানোর মত কর্মসূচিও পরিলক্ষিত করা গিয়েছে বিগত দিনে যা আজও বিরাজমান। সেই ধারা অব্যাহত রেখে শনিবার মন্দির নগরী উদয়পুরে মাতা ত্রিপুরেশ্বরী মন্দির প্রাঙ্গণে শারীরিক প্রতিবন্ধী কিংবা দিব্যাঙ্গনদের জন্য দুটো হুইলচেয়ার বিতরণ করল নীল জ্যোতি ট্যুর অ্যান্ড ট্রাভেলস সংস্থা উদয়পুরের বিধায়ক অভিষেক দেবরায়ের উপস্থিতিতে । এদিন সংবাদ মাধ্যমকে বিধায়ক অভিষেক দেবরায় তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং আগামী দিনেও মানুষের প্রয়োজনে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।