গাছ রোপন করে তাকে বড় করে তোলার সংকল্প নিতে হবে ।শুক্রবার ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ কনজিউমারস ফেডারেশনের উদ্যোগে ইন্টারনেশনেল ইয়ার অব কো-অপারেটিভস বা কো-অপারেটিভসের আন্তর্জাতিক বর্ষ উদযাপন উপলক্ষে দুর্জনগরের এলপিজি গোডাউন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিতে এই কথা বলেন মন্ত্রী টিংকু রায়।
১৯৭৩ সালে রাষ্ট্রসংঘ প্রতিবছর পাঁচ জুন বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করে। সেই থেকে এখন পর্যন্ত ৫২ বছর ধরে চলছে পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচি ।এই কর্মসূচি অনুসারে বর্তমানে রাজ্য জঙ্গলে বা গাছ-গাছালিতে ভরে যাওয়ার কথা ।শুক্রবার দুর্জয় নগরের এলপিজি গোডাউন এলাকায় ইন্টারন্যাশনাল ইয়ার অফ কো-অপারেটিভ অনুষ্ঠানে এক পেড় মাকে নাম শীর্ষক বৃক্ষরোপণ কর্মসূচিতে এই কথা বলেন রাজ্যের সমাজ কল্যাণ মন্ত্রী টিংকু রায় ।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ কনজিউমার ফেডারেশন লিমিটেডের আধিকারিকরা। অনুষ্ঠানে বৃক্ষরোপন করেন মন্ত্রী টিঙ্কু রায় সহ অন্যান্য অতিথিরা। বক্তব্য রাখতে গিয়ে সমাজকল্যাণ মন্ত্রী টিংকু রায় আরো বলেন, ১৯৭৩ সাল থেকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমরা যে গাছগুলি লাগিয়েছি সেগুলি আর নেই এর কারণ হলো গাছ আমরা লাগাই কিন্তু তা বাঁচিয়ে রাখার কোন সংকল্প আমরা গ্রহণ করি না ।এবার থেকে গাছ লাগানো এবং তা বড় করে তোলার সংকল্প আমাদের নিতে হবে।
অনুষ্ঠানে দুর্জয় নগরের এলপিজি গোডাউন প্রাঙ্গণে বৃক্ষরোপন করেন মন্ত্রী টিঙ্কু রায় সহ অন্যান্য অতিথিরা।