Saturday, August 30, 2025
বাড়িখবররাজ্যলঙ্কামুড়া সীমান্তে ফেনসিডিল সহ ধৃত বাংলাদেশী যুবক

লঙ্কামুড়া সীমান্তে ফেনসিডিল সহ ধৃত বাংলাদেশী যুবক

অবৈধভাবে সীমান্ত পেড়িয়ে রাজ্য থেকে ফেনসিডিল বাংলাদেশি নিয়ে যাওয়ার পথে আটক এক বাংলাদেশি যুবক ।তার কাছ থেকে ২৫ বোতল কফ সিরাপ আটক করেছে রামনগর থানার পুলিশ ।মঙ্গলবার লঙ্কামুড়া এলাকায় পশ্চিম থানা এবং রামনগর ফাড়ির পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে এই সাফল্য পায়।

মঙ্গলবার বিকেলে লঙ্কামুরা এলাকায় পেট্রোলিংয়ে বের হন রামনগর ফাঁড়ির ওসি দেবব্রত বিশ্বাস ।পেট্রোলিঙে বেরিয়ে তিনি গোপন সংবাদে খবর পান বাংলাদেশ থেকে অবৈধভাবে এক যুবক ভারতে এসে ফেনসিডিল নিয়ে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পশ্চিম থানার পুলিশ ।পরে পশ্চিম থানা এবং রামনগর ফাড়ির পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে যুবকটিকে আটক। করে তার কাছ থেকে ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ ।বাংলাদেশী যুবকের নাম হোসেন মিয়া। পিতা মৃত জসিম মিয়া ,বাড়ি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়াস্হিত সদর থানার অধীন উত্তর মুড়া এলাকায় ।বুধবার পশ্চিম থানার সেকেন্ড অফিসার শ্যাম শর্মা রিয়াং এই সংবাদ জানান।

জানা গেছে ,লঙ্কা মুড়া সীমান্ত দিয়েই ধৃত যুবকটি আগরতলায় প্রবেশ করে। আরো জানা গেছে ,হোসেন মিঞার মত আরো অনেকেই অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে আগরতলা থেকে নেশা দ্রব্য পাচার করে বাংলাদেশে নিয়ে যায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পশ্চিম থানার পুলিশ ।ধৃত হোসেন মিয়াকে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে বুধবার আদালতে সোপার্দ করা হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

fourteen + ten =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য