Tuesday, July 1, 2025
বাড়িখবররাজ্যমুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হলো হেলথ কাউন্সিল ভবন

মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হলো হেলথ কাউন্সিল ভবন

একই ছাদের তলায় আসলো রাজ্যের মেডিকেলের সমস্ত কাউন্সিল গুলি ।মঙ্গলবার জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষে রাজধানীর বিদুর কর্তা চৌমুহনীতে ডক্টর পিবি দাস মেমোরিয়াল হেলথ কাউন্সিল ভবনের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা ।এখন থেকে এই ভবনে মেডিকেলের সমস্ত কাউন্সিল গুলির কাজ পরিচালনা করা হবে।

রাজধানীর বিদুর কর্তা চৌমুহনী তে হেলথ কাউন্সিল ভবনের উদ্বোধন হলো। এর নামকরণ করা হয়েছে ডক্টর পিবি দাস মেমোরিয়াল হেলথ কাউন্সিল ভবন ।মঙ্গলবার জাতীয় চিকিৎসক দিবসের দিন এই পিবি দাস মেমোরিয়াল হেলথ কাউন্সিল ভবনের উদ্বোধন করেন রাজ্যের স্বাস্থ্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত তথা মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। এখন থেকে ত্রিপুরা স্টেট মেডিকেল কাউন্সিল, ত্রিপুরা স্টেট ফার্মাসি কাউন্সিল ,ত্রিপুরা স্টেট ডেন্টাল কাউন্সিল ,কাউন্সিল অফ হোমিওপ্যাথিক মেডিসিন ত্রিপুরা, ত্রিপুরা স্টেট এলিড এন্ড হেলথ কেয়ার কাউন্সিল ,ত্রিপুরা নার্সিং কাউন্সিল ,ত্রিপুরা আয়ুর্বেদিক কাউন্সিল এর কাজকর্ম এই ভবন থেকেই পরিচালন করা হবে ।মঙ্গলবার এই কাউন্সিল ভবনের উদ্বোধন করে এই কথা জানান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। তিনি বলেন ,আধুনিক পশ্চিমবঙ্গের রূপকার ছিলেন ডক্টর বিধান চন্দ্র রায় ।আজ তার জন্ম এবং মৃত্যুদিন ।সারা দেশে এই দিনটিকে জাতীয় ডাক্তার দিবস হিসেবে পালন করা হচ্ছে ।এই শুভ দিনে রাজ্যের প্রখ্যাত চিকিৎসক প্রয়াত ফনীভূষণ দাসের বাড়ির একটা দান করা অংশে এই ভবনটি উদ্বোধন হওয়ায় তিনি খুশি ।মুখ্যমন্ত্রী আরও বলেন ,রাজ্যের স্বাস্থ্য থেকে শুরু করে ক্রীড়া সহ বিভিন্ন দপ্তরে যাদের অসামান্য অবদান রয়েছে তাদের নাম স্মরণে রাখার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার ।ডক্টর ফনি ভূষণ দাস রাজ্যের খ্যাতনামা চিকিৎসক ছিলেন।  তিনি এই জায়গাটি রাজ্য সরকারকে দান করেছেন। পূর্বতন সরকার এই জায়গায় ব্যবসায়িক ব্যবস্থাপনায় একটি ল্যাব তৈরি করেছিল। মুখ্যমন্ত্রী আরও জানান ,দেশের মধ্যে ত্রিপুরাতেই একমাত্র একই ছাদের তলায় হেল্থ এর বিভিন্ন কাউন্সিল হলো।

এই অনুষ্ঠানে বিভিন্ন কাউন্সিলের আধিকারিক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। একই ছাদের তলায় সমস্ত কাউন্সিল গুলির ভবন হওয়ায় খুশি সংশ্লিষ্ট আধিকারিকরা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

17 + sixteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য