Saturday, October 19, 2024
বাড়িখবররাজ্যতুলাশিখরে আইনি সহায়তা শিবির

তুলাশিখরে আইনি সহায়তা শিবির

খোয়াই মহকুমার তুলাশিখর রাজনগর উচ্চমাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে গতকাল আইনি সহায়তা শিবির অনুষ্ঠিত হয় । খোয়াই মহকুমা আইন পরিষেবা কমিটির উদ্যোগে আয়োজিত লিগেল সার্ভিস ক্যাম্পের উদ্বোধন করেন খোয়াই জেলার সেশন জজ শঙ্করী দাস । অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন খোয়াই জেলার অতিরিক্ত পুলিশ সুপার অমিতাভ পাল , খোয়াই মহকুমা শাসক অসিত কুমার দাস , খোয়াই মহকুমা পুলিশ আধিকারিক রাজীব সূত্রধর প্রমুখ । অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে অতিথিরা লিগেল সার্ভিস কমিটির কার্যপ্রণালী নিয়ে বিস্তারিত আলোচনা করেন । প্রত্যন্ত এলাকার মানুষ কিভাবে বিনা পয়সায় আইনি সহায়তা পেতে পারেন এই সমস্ত বিষয়গুলি পরিস্কারভাবে তুলে ধরেন অতিথিরা । লিগেল সার্ভিস ক্যাম্পের অঙ্গ হিসাবে গতকালের এই শিবিরে খোয়াই মহকুমার অন্তর্গত বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে ১৮ টি স্টল খোলা হয় । মহকুমা প্রশাসনের পক্ষ থেকে অতিথিরা ১০৬ টি এসটি , ৭৩ টি পিআরটিসি তুলে দেন সুবিধাভোগীদের হাতে । এছাড়াও শিবিরে এলাকার জনগণের কাছ থেকে জন্ম ও মৃত্যু , এসটি , পিআরটিসি , বিবাহ নিবন্ধীকরণ , আর ও আর , রেশন কার্ড এবং আধার কার্ডের জন্য আবেদনপত্র জমা নেওয়া হয় । শিবিরে অগ্নি নির্বাপক দপ্তরের পক্ষ থেকে গ্যাসের সিলিন্ডারের মাধ্যমে আগুন ছড়ালে তা কিভাবে নিভাতে হয় তার প্রশিক্ষণ দেওয়া হয় । তাছাড়াও স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জনগণের স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয় । প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের পক্ষ থেকে গবাদি পশু – পাখির স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে টিকাকরণ করা হয় এবং বন দপ্তরের পক্ষ থেকে ৫০ জন সুবিধাভোগীকে বিনামূল্যে ১ টি করে চালতা , আমলকি , আমড়া এবং পেয়ারা গাছের চারা বিতরণ করা হয় । শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন খোয়াই মহকুমা আইন পরিষেবা কমিটির চেয়ারম্যান ডি দাস এবং ধন্যবাদসূচক বক্তব্য রাখেন খোয়াই মহকুমা আইন পরিষেবা কমিটির সদস্য সচিব কৌশিক কর্মকার ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

18 − 5 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য