আগামী ১৫ এপ্রিল থেকে তিনদিন ব্যাপী কুড়ি পুকুর মেলা আয়োজনের লক্ষে গত ২ এপ্রিল সদর মহকুমার ডুকলি ব্লকের বাঘমারা গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় । সভায় সভাপতিত্ব করেন ডুকলি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান অজয় কুমার দাস । সভায় সদর মহকুমা শাসক অসীম সাহাকে আহ্বায়ক করে ৩১ সদস্যের প্রস্তুতি কমিটি ও বিভিন্ন উপকমিটি গঠিত হয় । তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং সদর মহকুমা প্রশাসনের উদ্যোগে আয়োজিত তিন দিন ব্যাপী মেলায় প্রতি সন্ধ্যায় অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান । কুড়ি পুকুর মেলা উপলক্ষে প্রতিদিন রক্তদান শিবির আয়োজিত হবে । এছাড়া শিশুদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা আয়োজিত হবে ।