Wednesday, December 3, 2025
বাড়িখবররাজ্যযানজট মুক্ত রাখতে শহরে বিশেষ ট্রাফিক অভিযান

যানজট মুক্ত রাখতে শহরে বিশেষ ট্রাফিক অভিযান

ট্রাফিক জ্যাম থেকে শহরকে মুক্ত রাখতে রাজধানীতে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে একটি বিশেষ অভিযান শুরু হয়েছে ।বুধবার রাজধানীর উত্তর গেইট এলাকায় এই অভিযান চলে ।পরিবহন দপ্তর,পি ডব্লিউ ডি ও ট্রাফিক বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এই অভিযানের নেতৃত্বে ছিলেন পশ্চিম জেলা ট্রাফিক সুপার কান্তা জাহাঙ্গীর।

শহরকে ট্রাফিক জ্যাম থেকে মুক্ত রাখতে চলতি মাসের ৯ তারিখ থেকে রাজধানীতে বিশেষ ট্রাফিক অভিযান শুরু হয়েছে ।ট্রাফিক বিভাগ, পূর্ত দপ্তর এবং পরিবহন দপ্তরের যৌথ উদ্যোগে এই অভিযান চলছে ।বৃহস্পতিবার রাজধানীর উত্তর গেইট এলাকায় এই বিশেষ ট্রাফিক অভিযান চলে। অভিযানের নেতৃত্বে ছিলেন ট্রাফিক পুলিশ সুপার কান্তা জাহাঙ্গীর ।এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাফিক পুলিশ সুপার জানান, শহরকে যানজট মুক্ত রাখতেই গত ৯ জুন থেকে বিশেষ অভিযান শুরু হয়েছে। অভিযানে শর্ট পারমিটেড যানবাহন গুলির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি জানান ,শহরে ৩৪ শতাংশ শর্ট পারমিটেড যানবাহন অবৈধভাবে চলাচল করছে ।যানজট সৃষ্টির এটি একটি অন্যতম কারণ বলে জানান ট্রাফিক পুলিশ সুপার।

এদিন ট্রাফিক পুলিশের বিশেষ অভিযানে একাধিক ছোট এবং বড় গাড়ি সিজ করা হয় ।ট্রাফিক নিয়ম ভঙ্গ করার জন্যই এই উদ্যোগ গ্রহণ করা হয় ।আগামী দিনেও এই ধরনের অভিযান রাজধানীতে চলবে বলে জানান পশ্চিম জেলার ট্রাফিক সুপার।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

fifteen − 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য