Sunday, August 31, 2025
বাড়িখবররাজ্যঅলিম্পিক এসোসিয়েশনের মাধ্যমে রাজ্যের ছেলেমেয়েদের আগামী দিনে অলিম্পিকে অংশ গ্রহণ করার সুযোগ...

অলিম্পিক এসোসিয়েশনের মাধ্যমে রাজ্যের ছেলেমেয়েদের আগামী দিনে অলিম্পিকে অংশ গ্রহণ করার সুযোগ রয়েছে – টিংকু

ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজ ‘অলিম্পিক দিবস’ পালন করা হয়। এই উপলক্ষে আজ সকাল ৬.৩০ মিনিটে একটি বর্ণাঢ্য র‍্যালীর আয়োজন করা হয়। র‍্যালীর সূচনা করেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায় বলেন, অলিম্পিক এসোসিয়েশনের মাধ্যমে রাজ্যের ছেলেমেয়েদের আগামী দিনে অলিম্পিকে অংশ গ্রহণ করার সুযোগ রয়েছে। এই লক্ষ্যে রাজ্যের ক্রীড়া ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তোলা হচ্ছে। রাজ্যের গর্ব পদ্মশ্রী দীপা কর্মকারের মত আগামী দিনে আরও অনেক খেলোয়ার অলিম্পিকে অংশ গ্রহণ করে রাজ্যের নাম উজ্জ্বল করবে বলে ক্রীড়ামন্ত্রী প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রতন সাহা, সভাপতি পদ্মশ্রী দীপা কর্মকার, ক্রীড়া দপ্তরের অধিকর্তা এস বি নাথ, ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহ সম্পাদক কৃষ্ণপদ সরকার প্রমুখ। র‍্যালীতে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সদস্য-সদস্যার পাশাপাশি রাজ্যের অন্যান্য ক্রীড়া অ্যাসোসিয়েশনের খেলোয়াড়রাও অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি রবীন্দ্রভবনের সামনে থেকে শুরু হয়ে রাজপথ পরিক্রমা করে পুনরায় রবীন্দ্র ভবনের সামনে এসে শেষ হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

seven − 5 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য