Saturday, October 19, 2024
বাড়িখবররাজ্যখেলাধুলার মাধ্যমে নেশা মুক্ত ত্রিপুরা করা সম্ভব- কল্যাণী রায়

খেলাধুলার মাধ্যমে নেশা মুক্ত ত্রিপুরা করা সম্ভব- কল্যাণী রায়

‘‘খেলো ভারত খেলো”দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই শ্লোগানকে সামনে রেখে এবং ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ‘‘নেশামুক্ত ত্রিপুরা’’ গড়ার যে ডাক দিয়েছে, তারই অঙ্গ হিসাবে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন -এর অধীনে তেলিয়ামুড়া ক্রিকেট অ্যাসোসিয়েশন -এর উদ্যোগে তেলিয়ামুড়ায় খেলাধুলার উন্নতিকরণের স্বার্থে স্পোর্টসম্যান নিয়োগ করা হয়। শুক্রবার নবনিযুক্ত স্পোর্টসম্যান -দের হাতে তাদের নিয়োগপত্র তুলে দেওয়া হয় এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে। এদিনের এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় তেলিয়ামুড়া দশমীঘাট স্থিত ভগৎ সিং মিনি স্টেডিয়ামে অবস্থিত তেলিয়ামুড়া ক্রিকেট এসোসিয়েশনের কক্ষে শনিবার বিকেল নাগাদ। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, তেলিয়ামুড়া পৌর পরিষদের পৌর পিতা রূপক সরকার এবং তেলিয়ামুড়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি বিমল রক্ষিত সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। সংবাদে জানা যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ডাক দিয়েছেন নেশা মুক্ত ত্রিপুরা গড়ার। যুব সমাজ -কে নেশা মুক্ত রাখার জন্য এবং শারীরিক সুস্থতা বজায় রাখার জন্য খেলাধুলার বিকল্প নেই। বিশেষ করে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব খেলাধুলা -কে অগ্রাধিকার দিয়ে নেশা মুক্ত ত্রিপুরার স্বপ্ন বাস্তবায়নের প্রয়াস করছেন। আর মুখ্যমন্ত্রীর এই প্রয়াসকে বাস্তবে রূপ দেওয়ার জন্য রাজ্যে বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় তেলিয়ামুড়ার জন্য নিরন্তর কাজ করে চলেছেন। মুখ্য সচেতক কল্যাণী রায়ের প্রয়াসে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন -এর অধীনে তেলিয়ামুড়া ক্রিকেট এসোসিয়েশন -এর উদ্যোগে আট জন স্পোর্টসম্যান নিয়োগ করা হয় এবং এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের হাতের নিয়োগপত্র তুলে দেওয়া হয় শনিবার। এদিন এই আট জন স্পোর্টসম্যানের হাতে নিয়োগ পত্র তুলে দেন রাজ্যের বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। এই আটজন স্পোর্টসম্যান তেলিয়ামুড়া ক্রিকেট এসোসিয়েশনের আওতাধীন গ্রাম থেকে পাহাড়- শহর অঞ্চলের ক্রিকেট খেলোয়ারদের প্রতিভা -কে তুলে আনার জন্য কাজ করবে। এদিনের এই অনুষ্ঠানে রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় বলেন, খেলাধুলার মধ্যে দিয়েই নেশামুক্ত ত্রিপুরা তৎসঙ্গে নেশামুক্ত তেলিয়ামুড়া করা যাবে। তিনি আরো বলেন, যে আট জন স্পোর্টসম্যান নিয়োগ করা হয়েছে দল-মত নির্বিশেষে প্রকৃত খেলোয়ারদের তেলিয়ামুড়া ক্রিকেট এসোসিয়েশনের কাছে নিয়ে আসার আহব্বান রাখেন এই স্পোর্টসম্যান -দের নিকট।।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

19 − sixteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য