প্রতিহত চিকিৎসক এবং নার্সদের প্রত্যুৎপন্নমতিতে জিবিপি হাসপাতালে অগ্নিকান্ডের ঘটনা প্রতিহত করা সম্ভব হল গতকাল । গত ১ এপ্রিল সকাল ১১.১২ মিনিট নাগাদ জিবিপি হাসপাতালের ডায়ালিসিস রুমে বৈদ্যুতিক তারে আগুন দেখা যায় । সে সময় ডিউটিতে ছিলেন ডাঃ শর্মিষ্ঠা দেববর্মা সহ সিস্টার ইনচার্জ কল্পনা জমাতিয়া , সিনিয়র স্টাফ নার্স উজ্জল দেববর্মা , টেকনিশিয়ান রীতা দাস , সিনিয়র স্টাফ নার্স সরিতা দেববর্মা , জুনিয়র স্টাফ নার্স সুপ্রিয়া নাহার । ঘটনার আকস্মিকতায় সবাই হতভম্ব হয়ে যান।সেখানে হাসপাতালের সিকিউরিটির কর্মীরাও উপস্থিত ছিলেন । কিন্তু তাদেরও এই ধরনের অগ্নিকান্ড কিভাবে প্রতিহত করতে হয় সে সম্পর্কে সম্যক ধারণা ছিল না , ফলে তারাও হতবুদ্ধি হয়ে পড়ে । তখন তাৎক্ষণিক তৎপরতায় নার্সিং স্টাফরা প্রাথমিকভাবে ব্ল্যাংকেট দিয়ে আগুন নিভিয়ে ফেলেন । এর ফলে আগুন আর বিস্তার করতে পারেনি । জিবিপি হাসপাতালের ডেপুটি মেডিক্যাল সুপারিনটেনডেন্ট ডাঃ শংকর চক্রবর্ত্তী এবং ফায়ার সার্ভিসের কর্মীরা আসেন । ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ দপ্তরের কর্মকর্তাদের পরিদর্শনের পর জানা যায় যে শর্ট সার্কিটের ফলে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে । তবে জিবিপি হাসপাতালের চিকিৎসক ও নার্সিং স্টাফরা তাৎক্ষণিক তৎপরতার সঙ্গে আগুন নেভানোর ঝুঁকি নেওয়াতেই ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভবপর হল ।