Saturday, October 19, 2024
বাড়িখবররাজ্যকৈলাসহরে মহকুমাভিত্তিক দোল উৎসব উদযাপিত

কৈলাসহরে মহকুমাভিত্তিক দোল উৎসব উদযাপিত

কৈলাসহর মহকুমা তথ্য ও সংস্কৃতি কার্যালয় ও কৈলাসহর পুরপরিষদের যৌথ উদ্যোগে গতকাল রবীন্দ্র কাননে উদযাপন করা হয় মহকুমা ভিত্তিক দোল উৎসব । অনুষ্ঠানের সূচনা করেন কৈলাসহর পুরপরিষদের চেয়ারপার্সন চপলা দেবরায় । অনুষ্ঠানের সূচনা করে তিনি বলেন , দোল উৎসব সমাজের সকল অংশের মানুষের মধ্যে সৌভ্রাতৃত্বের বন্ধন তৈরি করতে সহায়তা করে । দোল উৎসব সকলের কাছে এক মিলন উৎসব । অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঊনকোটি জিলা পরিষদের সহকারী সভাধিপতি শ্যামল দাস , কৈলাসহর পুরপরিষদের ভাইস চেয়ারপার্সন নীতিশ দে , চন্ডীপুর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান সন্দীপ কূর্মি , কৈলাসহর মহকুমার মহকুমা শাসক প্রদীপ সরকার , মহকুমা পুলিশ আধিকারিক ডা . চন্দন সাহা প্রমুখ । স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের সহঅধিকর্তা বিশ্বজিৎ দেব । উল্লেখ্য , অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার শিল্পীদের উপস্থিতিতে এক বর্ণাঢ্য র‍্যালি কৈলাসহর পুরপরিষদের প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে । বর্ণাঢ্য র‍্যালি শেষ হয় স্থানীয় রবীন্দ্র কাননে । সন্ধ্যায় মূল অনুষ্ঠানে মহকুমার বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন । তাছাড়া অনুষ্ঠানে কৈলাসহর পুরপরিষদের কাউন্সিলারগণ বসন্তের গান পরিবেশন করেন । এছাড়াও ঝুমুর নৃত্য , কবি নৃত্য , মণিপুরী নৃত্য ও অনুষ্ঠান পরিবেশিত হয় ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

two × 5 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য