অসভ্য শিক্ষকের আচরনে অস্বস্তি হয়ে এবার সোচ্চার হল কংগ্রেসের ছাত্র সংগঠন এন এস ইউ আই । জানা গিয়েছে অমরপুর বালিকা বিদ্যালয়ের এক শিক্ষক বিবেকানন্দ বিচার মঞ্চের নাম করে বিদ্যালয়ের ছাত্রিদের থেকে শুরু করে বিদ্যালয়ের প্রিন্সিপালের সাথেও বহুদিন ধরে অসভ্য আচরন করে আসছে , কিন্তু এই শিক্ষকের এই অসভ্য আচরনের লাগাম টানার কেউ নেই । তাই শেষ পর্যন্ত বাধ্য হয়ে ময়দানে নামলো এন এস ইউ আই, সমস্ত অভিযোগ ও প্রমান সঙ্গে নিয়ে রাজধানীর শিক্ষা ভবনে শিক্ষা অধিকর্তার নিকট ডেপুটেশনে মিলিত হন এরা । এদিন প্রদেশ এন এস ইউ আই সভাপতি স্বরুপ কুমার শীল সংবাদ মাধ্যমের মুখুমুখি হয়ে বলেন এই শিক্ষকের বিরুদ্ধে ব্যাপক অভিযোগ থাকা সত্বেও নিজ কর্মকান্ড জারী রেখেছেন এই শিক্ষক , রাজ্যের প্রশাসন ঘুমিয়ে রয়েছে এবং ঘুমিয়ে রয়েছে রাজ শিক্ষা দপ্তরও । তাই তাদের ঘুম ভাঙ্গাতে এই অভিযুক্ত শিক্ষককে বরখাস্ত করার দাবী নিয়ে ডেপুটেশনে মিলিত হয়েছেন বলে । যদি অতিস্ত্বর এই শিক্ষককে বরখাস্ত না করা হয় তাহলে এরা বৃহত্তর কর্মসূচীতে যাবেন বলে । এছাড়া বিবেকানন্দ বিচার মঞ্চের সদস্য হয়ে কি ছাত্রীদের সাথে অশালীন আচরন করা যায়, বিদ্যালয়ে কি মদ্যপান করে নেশাগ্রস্ত অবস্থায় আসা যায় , তাছাড়া বিদ্যালয়ের প্রিন্সিপালের আদেশের কি অবাধ্য হওয়া যায় বলে রাজ্যের শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর নিকট প্রশ্ন রাখেন প্রদেশ এন এস ইউ আই সভাপতি স্বরুপ কুমার শীল ।