Sunday, August 3, 2025
বাড়িখবররাজ্যশিক্ষকের অসভ্য ব্যবহারের প্রতিবাদে এনএস ইউ আই এর ডেপুটেশন

শিক্ষকের অসভ্য ব্যবহারের প্রতিবাদে এনএস ইউ আই এর ডেপুটেশন

অসভ্য শিক্ষকের আচরনে অস্বস্তি হয়ে এবার সোচ্চার হল কংগ্রেসের ছাত্র সংগঠন এন এস ইউ আই । জানা গিয়েছে অমরপুর বালিকা বিদ্যালয়ের এক শিক্ষক বিবেকানন্দ বিচার মঞ্চের নাম করে বিদ্যালয়ের ছাত্রিদের থেকে শুরু করে বিদ্যালয়ের প্রিন্সিপালের সাথেও বহুদিন ধরে অসভ্য আচরন করে আসছে , কিন্তু এই শিক্ষকের এই অসভ্য আচরনের লাগাম টানার কেউ নেই । তাই শেষ পর্যন্ত বাধ্য হয়ে ময়দানে নামলো এন এস ইউ আই, সমস্ত অভিযোগ ও প্রমান সঙ্গে নিয়ে রাজধানীর শিক্ষা ভবনে শিক্ষা অধিকর্তার নিকট ডেপুটেশনে মিলিত হন এরা । এদিন প্রদেশ এন এস ইউ আই সভাপতি স্বরুপ কুমার শীল সংবাদ মাধ্যমের মুখুমুখি হয়ে বলেন এই শিক্ষকের বিরুদ্ধে ব্যাপক অভিযোগ থাকা সত্বেও নিজ কর্মকান্ড জারী রেখেছেন এই শিক্ষক , রাজ্যের প্রশাসন ঘুমিয়ে রয়েছে এবং ঘুমিয়ে রয়েছে রাজ শিক্ষা দপ্তরও । তাই তাদের ঘুম ভাঙ্গাতে এই অভিযুক্ত শিক্ষককে বরখাস্ত করার দাবী নিয়ে ডেপুটেশনে মিলিত হয়েছেন বলে । যদি অতিস্ত্বর এই শিক্ষককে বরখাস্ত না করা হয় তাহলে এরা বৃহত্তর কর্মসূচীতে যাবেন বলে । এছাড়া বিবেকানন্দ বিচার মঞ্চের সদস্য হয়ে কি ছাত্রীদের সাথে অশালীন আচরন করা যায়, বিদ্যালয়ে কি মদ্যপান করে নেশাগ্রস্ত অবস্থায় আসা যায় , তাছাড়া বিদ্যালয়ের প্রিন্সিপালের আদেশের কি অবাধ্য হওয়া যায় বলে রাজ্যের শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর নিকট প্রশ্ন রাখেন প্রদেশ এন এস ইউ আই সভাপতি স্বরুপ কুমার শীল ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

nineteen − twelve =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য