Tuesday, July 1, 2025
বাড়িখবররাজ্যপশ্চিম থানার পুলিশের হাতে আটক কুখ্যাত চুর

পশ্চিম থানার পুলিশের হাতে আটক কুখ্যাত চুর

ইউনিটি হসপিটালের প্রণামী বাক্সের চুরি কান্ডে গ্রেফতার রাহুল দত্ত নামে এক চোর তার কাছ থেকে চুরি যাওয়া ৩০০০ টাকা ও ১০ টি মোবাইল উদ্ধার করা হয়। তার নাম রাহুল দত্ত, সোমবার রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে তোলা হবে।

গত ১৫ মে রাত্রিবেলা কিছু অজ্ঞাত পরিচয় ব্যক্তি কৃষ্ণনগর ইউনিটি হসপিটালেপ্রবেশ করে প্রণামী বাক্স চুরি করে নিয়ে যায়। এই ব্যাপারে হসপিটালের ম্যানেজার প্রসেনজিৎ মজুমদার পশ্চিম থানায় মামলা করলে পরে থানার পুলিশ একটি টিম গঠন করে তদন্ত শুরু করে সিসিটিভির ফুটের দেখে রাহুল দত্ত নামে এক চোরকে সনাক্ত করে গতকাল পশ্চিম থানার পুলিশ তাকে গ্রেফতার করে। সোমবার পশ্চিম আগরতলা থানায় সদর এসডিপিও দেবপ্রসাদ রায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান চোর রাহুল দত্তকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে তার কাছ থেকে প্রণামী বাক্সের চুরি করা ৩০০০ টাকা শহরের বিভিন্ন জায়গা থেকে চুরি যাওয়া ও দশটি মোবাইল উদ্ধার করে সোমবার রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে তোলা হবে পাশাপাশি তিনি আরো বলেন তাকে রিমা ডাইনে জিজ্ঞাসা বাদ চালিয়ে চুরিকান্ডেরগ্যাংদের ধরতে পারবে বলে জানান তিনি

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

fifteen − 13 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য