সোমবার আগরতলা মানিক্য কোর্টে ওয়াই টি এফ এর পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন করা হয় সাংবাদিক সম্মেলনেউপস্থিত ছিলেন ওয়াই টি এফ এর সভাপতি সুরজ দেববমা,ওয়াই টি এফ এর সাধারণ সম্পাদক জেমস দেববর্মা, খোয়াই জেলার ওয়াই টি এফ এর সভাপতি সহ সংগঠনের অন্যান্য নেতৃত্বরা। সাংবাদিক সম্মেলনে খোয়াই জেলার সভাপতি জানান রবিবার রাতে প্রদ্যুৎ কিশোর দেববর্মণও ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের সি ই এম সহ গোমতী জেলাশাসক তড়িৎ কান্তি চাকমার সরকারি বাসভবনে যান। যেহেতু এদিন অফিস বন্ধ ছিল। তাই তিনি নাকি জরুরি প্রয়োজনে জেলাশাসকের সরকারি বাসভবনে চলে আসেন। কিন্তু গেটে থাকা পুলিশ কর্মীরা জানান এভাবে সরকারি বাসভবনে কারোর সাথে দেখা করেন না জেলাশাসক। তিনি যেই হোন না কেন ! তাই প্রদ্যুৎ কিশোর দেববর্মণকে বলা হয় অফিসে এসে দেখা করার জন্য। তাই প্রদ্যুৎ কিশোর দেববর্মণকে খালি হাতেই ফিরতে হয়েছে।গোমতী জেলার জেলাশাসকের এ হলো ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন। পাশাপাশি আরো জানান তড়িৎ কান্তি চাকমা কে অতি দ্রুত রাজ্য থেকে সরানোর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাবেন যেই জেলাশাসক জনগণের কাজে সহায়তা করে না ওই জেলাশাসক থাকার দরকার নেই সরকারি কর্মচারী হয়ে শপথ নিয়েছিলেন জনগণের সাথে ২৪ ঘন্টা পাশে থাকবেন কিন্তু গোমতী জেলার জেলা শাসক তা করেননি আগামী দিনে জেলাশাসক কে তার জায়গা থেকে সরানো না হলে বৃহত্তরা আন্দোলনে নামবেন ওয়াইটিএফ ও তিপ্রামথা দল।