বিশালগড়, ৩১ মে: আসন্ন রাজ্য সম্মেলনকে কেন্দ্র করে শুক্রবার বিশালগড়ের একটি বেসরকারি পেক্ষাগৃহে এিপুরা জার্নালিস্ট ইউনিয়নের (TJU) সিপাহীজলা জেলা কমিটি এবং সোনামুড়া ও বিশালগড় মহকুমা কমিটি গঠনের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সাংবাদিকদের অংশগ্রহণ ছিল লক্ষণীয় এবং সাংবাদিকদের পেশাগত স্বার্থ ও সংগঠনকে আরও সুসংহত করার লক্ষ্যে নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী ৩১ মে রাজ্য সম্মেলন আয়োজনের প্রস্তুতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
সিপাহীজলা জেলা ৪র্থ সম্মেলনে উপস্থিত ছিলেন এিপুরা জার্নালিস্ট ইউনিয়ন এর রাজ্য কমিটির সম্পাদক সন্তোষ গোপ রাজ্য কমিটির সদস্য অভিষেক সাহা মেহেবুব আলম উদয়ন চৌধুরী সহ নেতৃত্বরা সম্মেলন শেষে ৯জনের জেলা কমিটির গঠিত হয় সভাপতি তাজুল ইসলাম সম্পাদক টুটন চৌধুরী
সোনামুড়া মহকুমা কমিটির সভাপতি অমিত দও সম্পাদক এলিয়াজ হোসেন বিশালগর মহকুমা কমিটির সভাপতি মান্নান হক সম্পাদক গৌতম ঘোষ নির্বাচীত হন। আগামী ৩১শে মে আগরতলা রাজ্য সম্মেলনে সমস্ত সদস্যদের উপস্থিত থাকার আহ্বান রাখেন নেতৃত্বরা