বৃহস্পতিবার ১৮ দফা দাবীর ভিত্তিতে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির পক্ষ থেকে । এদিনের সাংবাদিক বৈঠকে মুলত জাতীয় শিক্ষানীতি ২০২০, এবং অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি (AISEC)NEP 2020-এর বিকল্প হিসাবে খসড়া জনগণের শিক্ষানীতি ২০২৫ Draft People’s Education Policy 2025 সারাদেশে প্রকাশ সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করেন অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির নেতৃত্বরা । এদিনের বৈঠকে সংগঠনের নেতৃত্ব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন যে বর্তমান কেন্দ্রীয় সরকার ২০২০ সালে যখন কোভিড -১৯ মহামারীর কারণে দেশ সম্পূর্ণ লকডাউনের মধ্যে ছিল তখন সংসদকে সম্পূর্ণ এড়িয়ে গিয়ে কেবলমাত্র মন্ত্রিসভার সিদ্ধান্তের মাধ্যমে জাতীয় শিক্ষানীতি ২০২০ গ্রহণ করেছিল এবং ভারতবর্ষের সমগ্র শিক্ষাব্যবস্থাকে ক্রমশ ব্যবসায়ীকরণ ও বাণিজ্যিকীকরণের মাধ্যমে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে বলে । তাই অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি (AISEC)NEP 2020-এর বিকল্প হিসাবে খসড়া জনগণের শিক্ষানীতি ২০২৫ (Draft People’s Education Policy 2025) সারাদেশে প্রকাশ করছে এবং আজ রাজধানী নয়াদিল্লি সমেত দেশের ১৬টি শহরে একযোগে প্রকাশিত হচ্ছে বলে জানান । প্রকাশের পর AISEC “খসড়া জনগণের শিক্ষানীতি 2025” দেশব্যাপী সমস্ত শিক্ষা প্রেমী মানুষের কাছে আলোচনার জন্য উন্মুক্ত রাখবে ও জাতীয় শিক্ষানীতি ২০২০-র বিপরীতে সারা ভারত সেভএডুকেশন কমিটি জনগণের শিক্ষা নীতি ২০২৫-এর খসড়াটি আগামী ৬ মাস ধরে জনগণের বিভিন্ন অংশের সংশোধনী মতামত, পরামর্শ গ্রহণ করবে। তারপর বিকল্প জনগণের শিক্ষানীতি প্রস্তুত হয়ে গেলে, AISEC কেন্দ্রীয় ও রাজ্য সরকারগুলির কাছে জমা দেবে এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে এটি কার্যকরী করার দাবি জানাবে বলে জানান তিনি ।