বর্তমানে ভারতবর্ষে যুদ্ধের পরিস্থিতি চলছে । বিগত কিছুদিন পূর্বে ভারতের ভূস্বর্গ জম্মু কাশ্মীরের পহেলগ্রামে পাক মদতপুষ্ট সন্ত্রাসীদের দ্বারা ঘটে যাওয়া হত্যালীলার জবাব দিচ্ছে ভারত । যার কারনে গোটা দেশে থমথমে পরিস্থিতি বিরাজ করছে গোটা দেশজুড়ে । সমগ্র ভারতবাসী রাজনীতির উর্দ্ধে উঠে , জাতপাত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করা ভারতের বীর সেনাদের মনোবল চাঙ্গা করতে যখন একসাথে দাড়িয়েছে ঠিক তখনই রাজ্যের কৈলাসহরের এক যুবক আছাদ মিয়াঁ নিজ সামাজিক মাধ্যম ফেসবুকে দেশ বিরোধি মন্তব্য করে পরিস্থিতিটাকে গরম করার চেষ্টা চালিয়েছে , “তিনি লিখেছেন – যারা বলেছ পাকিস্তান পুরো ধবংস বা মানচিত্র থেকে মুছে ফেলা হউক তাদের মত মূর্খ অপদার্থ খাবিছ আর কেউ হতে পারেনা , । তার এই মতবাদের তীব্র প্রতিবাদ জানিয়ে শুক্রবার পশ্চিম আগরতলা থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন প্রদেশ যুব কংগ্রেস । এদিন সংবাদ মাধ্যমের মুখুমুখি হয়ে প্রদেশ যুব কংগ্রেসের নেতৃত্ব শাহ আলম বলেন এই পরিস্থিতিতে এই ধরনের মন্তব্য সহনীয় নয় , এটি দেশ বিরোধি মতবাদ, তাই অতি সত্বর তাকে গ্রেপ্তার করে , তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহনের দাবী জানান ।



